আমির হোসেন, ঝালকাঠি:
ঝালকাঠির কাঠালিয়ায় পাওনা টাকা চাওয়ায় আবুল বাশার (৩৫) নামের এক শিক্ষানবিশ আইনজীবীকে হত্যার চেষ্টায় কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দূর্বৃত্তরা। প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য ভর্তি করেন।
মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের চারার হাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত আবুল বাশার উপজেলার উত্তর তালগাছিয়া (চারার হাট) গ্রামের মৃত মোঃ সাহেদ আলী হাওলাদারের পুত্র। তিনি ঢাকা জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কর্মরত।
আবুল বাশার জানান, চারার হাট বাজারে বসে প্রতিবেশী রশিদের ছেলে ফোরকানের কাছে পূর্বের পাওনা টাকা চাইলে ফোরকান এক-দুই কথায় হটাৎ উত্তেজিত হয়ে এক পর্যায়ে তার কোমরে থেকে একটি পিস্তল বের করে আমাকে হত্যার হুমকী দেয়।
এ সময় কিছু দূরে থাকা আমার বোন জামাইকে আমি ডাক দিলে ফোরকানের আশপাশে ওঁত পেতে থাকা ফোকানের ছেলে শান্ত, ভাই কামাল, ভাতিজা শাওন ও নাঈম সহ ২-৩ জনে চাপাতি ও রামদা দিয়ে অর্তকিতভাবে আমার মাথায় আঘাত করে ও এলোপাথরি কুপিয়ে মাটিতে ফেলে দেয়। আমার ডাক চিৎকারে স্থানীয় বাজারের লোকজন জড়ো হলে ওরা চলে যায়।
আহত বাশার আরো জানান, হামলাকারীদের নির্দিষ্ট কোন পেশা নেই। এলাকায় ইয়াবা ও মাদক কেনা-বেচা ও সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত।
কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
+ There are no comments
Add yours