পর্তুগালের ২৫ বছর বয়সী মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজকে নিয়ে পন্ডিত থেকে ভক্তরা ভীষণ আশাবাদী। কাল ম্যানচেস্টার ইউনাইটেডের জয়ে কলকাঠি নেড়ে আশাটা আরও বড় করলেন ফার্নান্দেজ। গোল করার পাশাপাশি করিয়েছেন পল পগবাকে দিয়ে। অ্যাস্টন ভিলাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ইউনাইটেড।
অ্যাটাকিং থার্ডে বুদ্ধিদীপ্ত ফার্নান্দেজ ২৭ মিনিটে গোল করেন পেনাল্টি থেকে। এরপর ৫৮ মিনিটে তাঁর পাস থেকে গোল করেন পগবা। মাঝে প্রথর্মার্ধের যোগ করা সময়ে গোলটি ম্যাসন গ্রিনউডের। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৭ ম্যাচে অপরাজিত ইউনাইটেড মাত্র ১ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে চারে থাকা লেস্টার সিটির সঙ্গে।
ইউনাইটেড কাল দারুণ এক রেকর্ডও গড়েছে। এ নিয়ে টানা চার ম্যাচে ন্যূনতম ৩ গোল ব্যবধানে জিতল ওলে গুনার সুলশারের দল। গত জুনে শেফিল্ডের বিপক্ষে ৩-০ গোলে জয়ের পর ব্রাইটন (৩-০), বোর্নমাউথ (৫-২) ও ভিলাকে হারাল তারা। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে টানা ৪ ম্যাচ ন্যুনতম ৩ গোল ব্যবধানে জিতল ইউনাইটেড। ইংল্যান্ডের শীর্ষস্থানীয় লিগে সর্বশেষ এমন নজির গড়া দলটি লিভারপুল (১৯৮৭)। তখন প্রিমিয়ার লিগ চালু হয়নি।
ভিলার বক্সে ফার্নান্দেজ ফাউলের শিকার হলে ভিডিও সহকারি রেফারির (ভিএআর) সাহায্য নিয়ে পেনাল্টি দেন মাঠের রেফারি। লিগে এবারের মৌসুম এ নিয়ে ১৩টি পেনাল্টি পেল ইউনাইটেড। এক মৌসুমে সর্বোচ্চ পেনাল্টি পাওয়ার যুগ্ম রেকর্ড এটি। ২০০৪-০৫ মৌসুমে ক্রিস্টাল প্যালেস ও ২০১৫-১৬ মৌসুমে লেস্টার সিটি ১৩টি করে পেনাল্টি পেয়েছিল।
+ There are no comments
Add yours