প্রধানমন্ত্রীর দেয়া আর্থিক উপহার নিয়ে প্রতারণা, অভিযুক্তদের সতর্ক করলেন নির্বাহী কর্মকর্তা

Estimated read time 1 min read
Ad1

আকাশ মার্মা মংসিং, বান্দরবান:

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে সারাদেশে ন্যায় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার দুই হাজার পাঁচশত টাকা মোবাইলে সহায়তা প্রদানের টাকা আত্মসাত ও প্রতারণায় স্থানীয় বিকাশ বা নগদ এজেন্ট মো: মাসুদ রানা ও রুবেল সেন বিরুদ্ধে আনিত অভিযোগটি ১৮ মে মঙ্গলবার প্রকাশ হয়। পরে সেই যাচাই বাছাইয়ে সত‍্যতা প্রমাণ পেয়ে প্রথম বারের মতো ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এমন অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ভাবে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে মর্মে ছেড়ে দেওয়া হয়।

বুধবার (১৯ মে) রোয়াংছড়ি পাড়া বাসিন্দা উক‍্যচিং মারমা এর মেয়ে প্রধানমন্ত্রীর সহায়তা ২ হাজার ৫০০ টাকা মোবাইল থেকে তুলতে গিয়ে প্রতারণা স্বীকারের বিষয়ে বিকাশ বা নগদ এজেন্টের বিরুদ্ধে অভিযোগ করেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে। অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে অভিযোগটি আমলে নিয়ে যাচাই করেন। এসময় আনিত অভিযোগটি সত‍্যতা প্রমাণ পায়।

এতে অভিযোগকারীকে ২ হাজার ৫০০ ফেরত দিতে বলেন মো:মাসুদ রানাকে। পরে প্রথম বারের মত মাসুদ রানা ও রুবেল সেনকে সতর্ক করে দিয়ে ছেড়ে দেন।

এসময় নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্ল‍্যাহ আল জাবেদ বলেন, প্রধানমন্ত্রীর উদ‍্যোগে অসহায় ও গরিবদেরকে উপহার হিসেবে প্রদান করেছেন। শুধু তাই নয়, অচিরে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা মোবাইল ব‍্যাংকিং মাধ‍্যমে চলমান কার্যক্রম আছে। তাই অনিয়ন হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনে পদক্ষেপ গ্রহণ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা বরুণ কান্তি দে, এসআই বিপুল কুমার রায়, শিক্ষক নেপাল দাশ ও মংখিংসাই মারমা।

প্রসঙ্গত, দুর্গম পাহাড়ের মহেন্দ্র পাড়া বাসিন্দা জৈতরাম ত্রিপুরা (৫৩) এর গত বছরের ন্যায় এ বছরও মাননীয় প্রধানমন্ত্রী উপহার টাকা মোবাইলে পেয়ে খুশির মনে টাকা তুলতে রোয়াংছড়ি বাজারে মোবাইল ব্যাংকিং বিকাশ বা নগদ এজেন্ট দোকানে যায়। টাকাটি তুলতে গিয়ে গৌরাঙ্গ সেনের ছেলে ব্যাংকিং এজেন্ট রুবেল সেন মোবাইলে সুকৌশলে টাকাটা তুলে নিয়ে যায়।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours