প্রেমের স্বীকৃতি না পেয়ে যুবতীর বিষপান

Estimated read time 1 min read
Ad1

নিজস্ব প্রতিবেদক:

বান্দরবানের লামা রূপসীপাড়া ইউনিয়নে আয়েশা আক্তার (১৮) নামে এক যুবতি বিষপান করেছে। মুমূর্ষু অবস্থায় তার পরিবার তাকে লামা হাসপাতালে ভর্তি করে। শুক্রবার (২১ মে২১ইং) সকাল সাড়ে ৯টায় নিজ বাড়িতে এই বিষপানের ঘটনা ঘটে। আয়েশা আক্তার রূপসীপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড টিয়ারঝিরি মুখ এলাকার তরিকুল ইসলামের মেয়ে।

সকাল ১০টা ৩০ মিনিটে রোগীর বাবা-মা ও স্বজনরা তাকে লামা হাসপাতালে ভর্তি করে। লামা হাসপাতালের জরুরী বিভাগে দায়িত্বরত ডাক্তার সহকারী মেডিকেল অফিসার বিবি ফাতেমা বলেন, বিষপান করা যুবতি আয়েশাকে ওয়াস করে আন্তঃবিভাগে ভর্তি দেয়া হয়েছে। সে আমাদের নিবিড় তত্ত্বাবধানে থাকবে। তবে বিষ খাওয়া রোগী ৭২ ঘন্টার আগে শংকা মুক্ত নয়।

মেয়ের বাবা তরিকুল ইসলাম বলেন, টিয়ারঝিরি মুখ এলাকার জনৈক সেলিম পিসির ছেলে মিজানুর রহমান (২০) এর সাথে আমার মেয়ের প্রেমের সম্পর্কের বিষয়টি আমরা কিছুদিন আগে জানতে পারি। তাদের মধ্যে ৫ বছর যাবৎ প্রেমের সম্পর্ক আছে। গত কয়েক মাসের মধ্যে ঢাকা সহ বিভিন্ন স্থান থেকে আমার মেয়ের জন্য ৫টি বিয়ের প্রস্তাব আসে। তখন ছেলেটি আমার মেয়ে অন্যত্র বিয়ে দিলে বিষ খাবে বলে হুমকি দেয় এবং তারা এলাকায় প্রভাবশালী হওয়ায় হুমকি ধমকি দিয়ে বিয়ে গুলো ভাঙ্গা দেয়।

তিনি আরো বলেন, গত মঙ্গলবার (১৮ মে২১ইং) মিজানুর রহমান আমার মেয়ে জানায় সে তাকে বিয়ে করবে না। এতদিন তার সাথে মজা করেছে। সে অন্যত্র বিয়ে করবে। এমন কথা শুনে আমার মেয়ে ভেঙ্গে পড়ে। মানসিক অশান্তি থেকে আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় সে আমাদের সবাই অজান্তে বিষপান করে। জানতে পেরে আমরা তাকে দ্রুত লামা হাসপাতালে নিয়ে আসি।

মেয়ের মামা মো. সাহেদুল বলেন, সেলিম পিসির ছেলে মিজানুর রহমান আমার ভাগ্নির নামে ফেইসবুকে নানা আজেবাজে কথা লিখে। সেই অপমানে ও প্রেমের স্বীকৃতি না পেয়ে সে বিষপান করেছে। মেয়ের অবস্থা আশংকাজনক। তাকে কক্সবাজার হাসপাতালে রেফার করে ডাক্তার। আমাদের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় রিস্কবন্ড দিয়ে রোগী লামা হাসপাতালে রেখেছি।

বিষপানের ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপসীপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি মেম্বার আবুল হোসেন বলেন, বিষয়টি সমাধানে দুই পক্ষ নিয়ে বসার কথা ছিল। তার আগেই মেয়েটি বিষপান করে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours