মোঃ সারোয়ার, কর্ণফুলী, চট্টগ্রাম
প্রবল ঘুর্ণিঝড় ইয়াসের প্রভাবে স্বাভাবিক জোয়ারের চেয়ে প্রায় ৩ ফুট বেশি পানি হওয়ার কারণে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বিভিন্ন স্থান প্লাবিত হয়েছে।
আজ ২৭ মে (মঙ্গলবার) উপজেলার চরপাথরঘাটা ইউনিয়ন,চরলক্ষ্যা,জুলধা এবং শিকলবাহা সহ প্রায় প্রতিটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
তবে এতে করে জানমালের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি।
উপজেলার এসব ইউনিয়ন গুলো কর্ণফুলী নদী এবং সংশ্লিষ্ট নদীর সাথে সংযুক্ত খালের পাশে হওয়ায় সহজে প্লাবিত হয়েছে। কিছু কিছু জায়গায় নদীর বেড়িবাঁধের উপর গড়িয়ে পানি লোকালয়ে ঢোকেছে বলে জানা যায়।
তবে নদীতে ভাটা পড়ার সাথে সাথে পানি কমে যায় বলে ও স্থানীয় সুত্রে জানা যায়।
+ There are no comments
Add yours