চট্টগ্রাম: চট্টগ্রামে কোরবানি পশুর চামড়া আড়তদারদের কাছে বিক্রি করতে নিয়ে এসে বিক্রি করতে না পেরে ফেলে চলে গেছেন চামড়া ব্যবসায়ীরা।
সিন্ডিকেট ও আড়তদারদের কাছে জিম্মি হয়ে শেষ পর্যন্ত লোকসানেও বিক্রি করতে পারেননি তারা। পরে নিরুপায় হয়েই তারা চামড়া রাস্তায় ফেলে গেলে এসব চামড়া নষ্ট হয়ে যায়।
নষ্ট হওয়া এসব চামড়া থেকে দুগর্ন্ধ ছড়াচ্ছে আতুরার ডিপো এলাকায়। আর এসব নষ্ট চামড়া ডাম্পিং করতে হিমশিম খেতে হয়েছে সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কর্মীদের।
চট্টগ্রাম সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি কাউন্সিলর শৈবাল দাশ গণমাধ্যমকে জানান, রোববার পর্যন্ত অন্তত ১৫ হাজার চামড়া নষ্ট হয়েছে।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ১০ হাজার নষ্ট চামড়া ডাম্পিংয়ে নিয়ে যাওয়া হয়েছে। রাস্তায় আরও পাঁচ হাজার মতো নষ্ট চামড়া পড়ে আছে। আমরা এসব নষ্ট চামড়া অপসারণ করে ডাম্পিংয়ে ফেলা হচ্ছে।
+ There are no comments
Add yours