এম হেলাল উদ্দিন নিরব, পটিয়া, চট্টগ্রাম
পটিয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৩০ মে) দুপুরে পটিয়া উপজেলার বিভিন্ন এলাকায় লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা ও স্বাস্থ্যবিধি না মানায় চারটি প্রতিষ্টানকে জরিমানা করা হয়।
পটিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), তার নেতৃত্বে পটিয়া থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
এসময় উপজেলার বাস স্টেশনে সরেজমিনে পরিদর্শন করে জলিল হোটেলকে লাইসেন্স না থাকায় ২ হাজার টাকা, সোনীয়া বেকারিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা, বিনা অনুমতিতে বাড়ি নির্মাণের দায়ে আ. আউয়ালকে ২ হাজার টাকা এবং স্বাস্থবিধি না মানায় আব্দুর শুক্কুরকে ২০০ টাকা জরিমানা করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ( ভূমি) বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান সবসময় অটল থাকবে।
+ There are no comments
Add yours