মেয়র খোকনের উদ্যোগে মানববন্ধন পানির দাবিতে মিরসরাইয়ে গণজোয়ার

Estimated read time 1 min read
Ad1

সাদমান সময়,মিরসরাই :

চট্টগ্রামের মিরসরাইয়ে পানির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকনের উদ্যোগে রবিবার (৩০ মে) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় এলাকায় বিএসআরএম গেইটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এতে অংশগ্রহণ করেছে মিরসরাই আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

জানা গেছে,বিএসআরএম গভীর নলকূপের মাধ্যমে পানি উত্তোলনের কারণে পানি সংকট দেখা দিয়েছে উপজেলার হিঙ্গুলী, জোরারগঞ্জ, দুর্গাপুর ইউনিয়ন ও বারইয়ারহাট পৌরসভা এলাকায়। এছাড়া করেরহাট, ধুম ও ওচমানপুর ইউনিয়নের কিছু এলাকায় পানি উঠছেনা।

পানির দাবিতে মানববন্ধনে অংশ নেয়ার পর নিজের বক্তব্যে সাবেক এ মন্ত্রী অভিযোগ করেন, ‘গত ১০ বছর যাবৎ অধিক ক্ষমতাসম্পন্ন ১০ থেকে ১২টি গভীর নলকূপ স্থাপন করে বিএসআরএম নামের কোম্পানীটি ভূগর্ভস্থ পানি উত্তোলন করছে। যার কারণে উপজেলার ৮টি ইউনিয়নের মানুষ পানির জন্য হাহাকার করছে, পানি পাচ্ছে না।’

এসময় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এসব গভীর নলকূপ বন্ধ না করলে আগামী দুই মাস কারখানা বন্ধ রাখার মত কঠোর হুশিয়ারি দিয়ে বলেন, ‘বিএসআরএম তাদের প্রয়োজনীয় পানি পাশের ফেনী নদী থেকে পাইপ লাইনের মাধ্যমে আনুক। পাইপ লাইন স্থাপন করা পর্যন্ত আগামী দুই মাস প্যাক্টরীতে কোন কাঁচা মাল ঢুকবে না। যদি ঢুকে জনতা তা রুখে দিবে।’

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আরো অভিযোগ করেন, ‘বিএসআরএম কর্তৃপক্ষ মিরসরাইয়ের মানুষকে ধোকা দিয়েছে। তারা ফ্যাক্টরী নির্মাণের নামে বনবিভাগের লোকজনকে ম্যানেজ করে একরের পর একর সবুজ বনায়ন ধ্বংস করে দখল করেছে। একটি বারোমাসি ছড়া দখল করে শত শত কৃষককে বোরো আবাদ থেকে বঞ্চিত করেছে। নিজেরা বিদ্যুৎ উৎপাদন করবে বলে আমাদের সাথে প্রতারণা করেছে। তারা এখন জাতীয় গ্রীড থেকে বিদ্যুৎ নিয়ে ব্যবহার করছে।’

তিনি আরও বলেন, ‘মিরসরাই কৃষিনির্ভর এলাকা। মাননীয় প্রধানমন্ত্রী কৃষিজমি বাঁচাতে ৫০ হাজার একরের বঙ্গবন্ধু শিল্প নগর স্থাপন করেছেন । আগামী এক বছরের মধ্যে বিএসআরএমকে কৃষি ও জনবসতিপূর্ণ এ এলাকা থেকে ফ্যাক্টরী সরিয়ে শিল্প নগরে স্থাপন স্থানান্তর করতে হবে। না হয় জনগণ ফ্যাক্টরী গুড়িয়ে দিবে।’

ওইদিন মানববন্ধনের উদ্যেক্তা স্থানীয় বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন বলেন, ‘এমপি মহোদয়ের সিদ্ধান্ত মোতাবেক প্রশাসনকে নিয়ে আমরা বিএসআরএম এর সকল কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য করবো। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীকে এসব গভীর নলকূপ সিলগালা করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করছি।’

বারইয়ারহাট পৌরসভার স্থানীয় বাসিন্দা হুজাল বিবি বলেন, পানির অভাবে পুরো রমজান মাসে কষ্টের সীমা ছিল না। গত বেশ কয়েকমাস পানির অভাবে দিন কাটাচ্ছি। বিশেষ টিউবওয়েলে পানি না উঠার কারণে খাওয়ার পানির অভাব বেশি। আমাদের পানি দেন না হয় মেরে ফেলেন।

আরেক বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন,আমার বাড়িতে তিনটা কল। দুইটা কল একেবারেই পানিশূন্য আর একটা কল পানি উঠে নামমাত্র। আমরা সরকারের কাছে আবেদন জানাই আমাদেও পানি সমস্যার যাতে দ্রুত সমাধান হয়।

সর্বস্তরের জনতার মানববন্ধনে দেয়া এমপির বক্তব্য প্রসঙ্গে বিএসআরএম গ্রুপের নির্বাহী পরিচালক তপন সেন বলেন, ‘মানবন্ধনের বিষয়ে জেনেছি। বাকি বিষয় আমাদের লোকজন জানানোর আগে আমি কোন বক্তব্য দিতে পারবো না।’

 

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours