চট্টগ্রাম: চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় মাত্র ১০৭ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৬ জন নগরের ও ৩ জন বিভিন্ন উপজেলার।
এ নিয়ে চট্টগ্রামে ১৪ হাজার ৪৮৯ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১০ হাজার ১৫৪ জন নগরের ও ৪ হাজার ৩৩৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
আজ সোমবার (৩ আগস্ট) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।
তিনি জানান, গতকাল রোববার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৮৬ জনের নমুনা পরীক্ষায় নগরের ২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে ।
এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২১ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৪ ও উপজেলার ৩ জনের করোনা পাওয়া গেছে ।
এদিকে গতকাল ঈদের পরদিন রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয়, কক্সবাজার মেডিকেল কলেজ, ইম্পেরিয়াল হাসপাতাল ও শেভরণের ল্যাবে চট্টগ্রামের কারও নমুনা পরীক্ষা হয়নি।
উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৩ জনের মধ্যে লোহাগাড়া, আনোয়ারা ও পটিয়ার একজন করে রয়েছেন।
গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৭৮ জন সুস্থ হয়েছেন; চট্টগ্রামে এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ২ হাজার ৪৮৩ জন করোনা রোগী।
এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের উপজেলা পর্যায়ে করোনায় কারও মৃত্যু হয়নি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৩৩ জন; এর মধ্যে ১৬৩ জন নগরের ও ৭০ জন উপজেলার বাসিন্দা।
+ There are no comments
Add yours