এম হেলাল উদ্দিন নিরব, পটিয়া – চট্টগ্রাম
বৃষ্টিতে পটিয়াসহ বিভিন্ন এলাকা জুড়ে তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে। সকাল ৬ টা থেকে টানা ৩ ঘন্টা বৃষ্টিপাত হয়েছে। এতে বিভিন্ন এলাকা তলিয়ে গেছে। আবার কোনোও কোনোও সড়কে জমেছে হাঁটু পরিমান পানি।এতে দুর্ভোগে পড়েছে এলাকাবাসী। বেশিরভাগ অফিসগামী মানুষদের কে বেশি ভোগান্তিতে পড়তে হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বৈলতলী রোড় থেকে ডুকতেই সড়কে গর্ত হয়ে জমে আছে পানি, যার কারনে সাধারণ মানুষ সহ যানচলাচল করতে ব্যাপক ভাবে ক্ষতি হচ্ছে। এ সড়ক দিয়ে প্রতিদিন শতশত মানুষের যাতায়াত। সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা এই সড়ক দিয়ে যাতায়াত করেন? কিন্তু সড়কের বেহাল অবস্থার কারনে তাদের ব্যাপক অসুবিধায় পড়তে হচ্ছে নিত্যদিন।
আজ মঙ্গলবার ( ১ জুন) ভোর থেকে শুরু করে টানা ৩ ঘন্টা বৃষ্টিতে বিভিন্ন জায়গায় ঘুরে তীব্র জলাবদ্ধতা দেখা গেছে। আর বৃষ্টির পানিতে পটিয়া বিসিক শিল্প নগরীর পাশে জমে থাকা পটিয়া পৌরসভার ময়লা আবর্জনা মেইন সড়কে এসে জমেছে। এতে যাত্রীদের দুর্গন্ধ সহ বিভিন্ন অসুবিধার কাতারে পড়তে হচ্ছে তাদের।
এসময়, এনজিও কর্মী বলেন,সকাল থেকে বৃষ্টি শুরু হতে না হতেই সড়কে জমেছে হাঁটু পরিমান পানি, আর সড়কের বেহাল অবস্থা, সিএনজি অটোরিকশার চলাচলের সময় সড়কে জমে থাকা পানি ছিটকে মানুষের কাপড় চোপর নষ্ট হয়ে যাচ্ছে।
+ There are no comments
Add yours