এম হেলাল উদ্দিন নিরব |পটিয়া, চট্টগ্রাম
টানা ৩ ঘন্টা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে কিছু ফসলি জমি।ধান ও সবজি জাতীয় কিছু ফসলি জমি এখন পানির নিচে।টানা বৃষ্টির কারনে নদ-নদী পানি বেড়ে যাওয়ায় ফসলি জমির ওপর দিয়ে পানি চলাচল হয়।ভোর ৬ টা থেকে টানা ৩-৪ ঘন্টা বৃষ্টি যেন তলিয়ে গেছে এসব ফসলি জমি।
এদিকে টানা ৩-৪ ঘন্টা বৃষ্টির কারনে বিস্তীর্ণ জমির বিভিন্ন ফসল নষ্ট হওয়ার কারনে কৃষকরা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। বৃষ্টির সাথে সাথে বাতাসের তীব্র হওয়ায় অনেক জমির ফসল নষ্ট হয়ে গেছে তার মধ্যে ধানের জমি বাতাসে উপড়ে পড়ে গেছে।বাতাস আর বৃষ্টি দুইটি ফসলি জমির জন্য ক্ষতি তার মধ্যে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব ও পড়েছে এসব ফসলি জমির ওপর।
সরেজমিনে গিয়ে দেখা যায়,সকাল থেকে টানা ৩-৪ ঘন্টা বৃষ্টি হওয়ার কারনে ফসলি জমির ওপর দিয়ে পানি চলাচল হয়। বিভিন্ন খাল বিল নদী – নালা নর্দমা ডুবে এসব পানি ফসলি জমির ওপর দিয়ে বয়ে গেছে। এই রকম টানা বৃষ্টি হতে থাকলে ফসলি জমির ভবিষ্যত নিয়ে চিন্তিত কৃষকরা।
কৃষক মুন্সি মিয়া জানান, টানা বৃষ্টি হতে না হতেই বিভিন্ন জায়গায় ফসলি জমি নষ্ট করতে গেছে। জমির ওপর দিয়ে বয়ে গেছে বৃষ্টির পানি। যার কারনে নষ্ট হয়ে যেতে পারে এসব ফসল।
+ There are no comments
Add yours