এম হেলাল উদ্দিন নিরব |পটিয়া, চট্টগ্রাম
সড়ক এখন নরকে পরিনত হয়েছে। যেন পানির নিচে সড়ক তৈরি করা হয়েছে। এমন দৃশ্যটি দেখতে হয়েছে পটিয়া পৌরসভার বৈলতলী রোড়ে।সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পরিনত। হালকা বৃষ্টি পড়লে জমে থাকে সড়কে পানি।অনেক সময় দেখা যায় সড়কে জমে থাকা পানি দোকানে প্রবেশ করে। এবং টানা বৃষ্টি হলে বিভিন্ন জলাবদ্ধতা দেখা যায়।
টানা ৩/৪ বৃষ্টিতে বিভিন্ন এলাকা জুড়ে তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে। বেড়ে চলেছে পানি। সকাল ৬ টা থেকে টানা ৩ ঘন্টা বৃষ্টিপাত হয়েছে। এতে বিভিন্ন এলাকা তলিয়ে গেছে। আবার বিভিন্ন সময় দেখা যায় সড়কে জমে থাকা পানি হাঁটু পরিমান হয়।এতে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষসহ বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা । বেশিরভাগ অফিসগামী মানুষদের কে বেশি ভোগান্তিতে পড়তে হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বৈলতলী রোড় সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। বিভিন্ন দোকানদার থেকে বিষয়টি জানতে চাইলে তারা বলেন,বৈলতলী রোড় সড়কটি দীর্ঘদিন ধরে অকেজো হয়ে আছে,বৃষ্টি হলে পানি হাঁটু পরিমান পানি জমে থাকে, গত একবছর আগে থেকে সড়কটি সংস্কার হওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত সড়কটি সংস্কার করা হয়নি।যার কারনে সাধারণ মানুষ সহ যানচলাচল করতে ব্যাপক ভাবে ক্ষতি হচ্ছে। এ সড়ক দিয়ে প্রতিদিন শতশত মানুষের যাতায়াত। সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা এই সড়ক দিয়ে যাতায়াত করেন? কিন্তু সড়কের বেহাল অবস্থার কারনে তাদের ব্যাপক অসুবিধায় পড়তে হচ্ছে নিত্যদিন।
সকাল থেকে শুরু হয়ে টানা ৩ ঘন্টা বৃষ্টি বর্ষনে বিভিন্ন জায়গা ঘুরে তীব্র জলাবদ্ধতা চিত্র দেখা যাই। একজন বেসরকারি কর্মকর্কা বলেন,সকাল থেকে বৃষ্টি শুরু হতে না হতেই সড়কে জমেছে হাঁটু পরিমান পানি, আর সড়কের বেহাল অবস্থা, সিএনজি অটোরিকশার চলাচলের সময় সড়কে জমে থাকা পানি ছিটকে মানুষের কাপড় চোপর নষ্ট হয়ে যাচ্ছে।
+ There are no comments
Add yours