আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ
সারা দেশের ন্যায় ঝালকাঠির নলছিটি পৌরসভায় শুরু হয়েছে ভিটামিন এ ক্যাম্পেইন।( ৫ জুন) শনিবার সকাল ১০টায় নলছিটি পৌরসভার পৌর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ ক্যাম্পেইন’র উদ্বোধন করেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ খান।
এসময় উপস্থিত ছিলেন ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম চৌধুরী দুলাল, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান তালুকদার, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক ও প্রেসক্লাবের সহ সভাপতি ডাক্তার ইউসুফ আলী তালুকদার, শিক্ষক মিলন কান্তি দাস,প্রধান শিক্ষক ভোলানাথ দাস,সাংবাদিক মনিরুজ্জামান,ইপিআই সুপার ভাইজার কে এম নাসির, মোহম্মদ জামাল হোসেন,শিক্ষক শিহাব চৌধুরী প্রমুখ।
এ সময় পৌর মেয়র পৌরসভার ৬ মাস থেকে ৫ বছর বয়সের সকল শিশুদের ক্যাম্পে এনে টিকা নেওয়ার জন্য অভিভাবকদের অনুরোধ জানান। একটি শিশুও যাতে বাদ না যায় সে বিষয়ে খেয়াল রাখার নির্দেশনা দেন। পৌরসভার নলছিটি,মালীপুর, সারদলের তিনটি কেন্দ্রে একযোগে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন চলছে। এই ক্যাম্পেইন আগামি ১৬ জুন পর্যন্ত চলবে বলেও তিনি জানান।
+ There are no comments
Add yours