খবর বাংলা ডেস্কঃ
ইয়াবার মাদক ব্যবসায়ীর কেন্দ্রীয় রাজধানী কক্সবাজার। কক্সবাজারের উখিয়ার কুতুপালং বাজারে অভিযান চালিয়ে ১৬ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব-১৫।
এদিকে আজ মঙ্গলবার ( ৪ আগষ্ট) গণমাধ্যমে প্রেরিত প্রেস নোটে রোহিঙ্গা যুবক আটক ও ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৫ কক্সবাজার এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
এদিকে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩ আগস্ট) রাত ১১ টার দিকে কুতুপালং কচুবনিয়া রাস্তার মাথা থেকে রোহিঙ্গা ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়। পরে আটক রোহিঙ্গা যুবক মাদক ব্যবসায়ীর হাতে থাকা কালো রংয়ের পলিথিন তল্লাশী করে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করে র্যাবের নিয়মিত অভিযানি দল। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৮০ লক্ষ (আশি লক্ষ) টাকা প্রায়।
এদিকে আটক ইয়াবা ব্যবসায়ী কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প-১ (ব্লক-এ-১১) এর আঃ মোতালেবের পুত্র আনোয়ারুল হক (২৫)
তথ্য সূত্রে জানা যায়, রোহিঙ্গা ইয়াবা পাচারকারী ডন মোহাম্মদ উল্লাহ কুতুপালং ১ নং ক্যাম্পের মর্গেজ পাহাড়ের চার শতাধিক রোহিঙ্গা নিয়ে ইয়াবা ব্যবসা চালিয়ে গেলেও রয়ে গেছে প্রশাসনের ধরা নজরের বাহিরে।
+ There are no comments
Add yours