আমির হোসেন, ঝালকাঠি:
ঝালকাঠির নলছিটিতে স্থানীয়দের উদ্যোগে ভাঙ্গা বক্স কালভার্ট মেরামত করা হয়েছে। সোমবার (৭জুন) উপজেলার কুলকাঠি ইউনিয়নের পাওতা গ্রামে একদল স্বেচ্ছাসেবী নিজ উদ্যোগে ৬নং ওয়ার্ডের একটি কালবার্ট মেরামত করেন।
অনেকদিন ধরে কালবার্ট ভাঙ্গা অবস্থায় থাকায় স্থানীয়দের যাতায়াতে সমস্যা হচ্ছিল। বিষয়টি ওয়ার্ড মেম্বারকে জনানো হলেও তিনি কোন কর্নপাত না করায় এলাকাবাসী নিজেরাই এটি মেরামতের দায়িত্ব নেন।
তাদের সহায়তা করেন বর্তমান ইউপি মেম্বারপ্রার্থী আরিফ হোসেন মল্লিক। এসময় তিনি বলেন,জনগনের মঙ্গলের জন্যই মেম্বার হওয়ার ইচ্ছা প্রকাশ করেছি। ভাঙ্গা কালবার্ট এর জন্য এলাকার মানুষের চলাচলে অনেক কষ্ট হচেছ তাই এটা সংস্কারে তাদের পাশে দাড়িয়েছি।
+ There are no comments
Add yours