আলীকদমে একই পরিবার দুইজন করোনায় আক্রান্ত

Estimated read time 0 min read
Ad1

ইসমাইলুল করিম(বান্দরবন) :

গোটা দেশ জুড়ে ভয়াবহ পরিস্থিতি চলছে করোনার দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল চারিদিকে যন্ত্রণা, মৃত্যু, হাহাকার ।বান্দরবানের আলীকদম উপজেলা ছিল করোনা সংক্রমণ বিহীন। দ্বিতীয় ধাপের করোনার মাঝামাঝি সময়ে আলীকদম উপজেলায় প্রথমবারের মত দুই জন করোনায় আক্রান্ত হয়েছে। ওনারা আলীকদম বাজারের ব্যবসায়ী দর্পণ বড়ূয়া ও তাহার স্ত্রী প্রনতি বড়ূয়া।

সোমবার(৭ জুন২১ইং) সকালে ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেন্সে গিয়ে এ দম্পতির করোনা পরীক্ষা করাণ এবং করোনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে। বেশ কয়েকদিন ধরে এ দম্পতি জ্বরে ভোগছেন এবং স্বেচ্ছায় গিয়ে করোনা পরীক্ষা করান বলে জানিয়েন এই দম্পতির পরিচিতরা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ মাহতাব উদ্দিন চৌধুরী জানান,বর্তমানে হাসপাতালে আইসোলেশন আছে করোনায় আক্রান্তরা, জ্বর ছাড়া আর কোন উপর্সগ নেই।

তিনি আরও বলেন,কারও উপসর্গ দেখা দিলে বা সন্দেহ হলে আমাদের জানালে আমরা করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ ব্যবস্থা করব। সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলাফেরা করতে ও মাস্ক পড়তে বলেন।

এদিকে স্থানীয়রা অভিযোগ করে বলেন, লকডাউন ও স্বাস্থ্যবিধি নাম মাত্র,এর চিহৃও কোথাও নেই। উপজেলায় কোথাও স্বাস্থ্যবিধি মানা হয় না, প্রতিটি বাজারের মানুষের গণ জমায়েত। দোকান মালিকরা আইনকে তোয়াক্কা না করে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত খোলা রাখছে। করোনা পরীক্ষা করলে অসংখ্য শনাক্ত হবে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours