আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের রাজধানী বৈরুতের বন্দরের কাছে এক ভয়াবহ বিস্ফোরণে এ পর্যন্ত ৭৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে । এ ঘটনায় ৩ হাজার ৭০০ জনের আহত হওয়ার খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।
লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ফাহমী আল-জাজিরাকে বলেছেন, বিস্ফোরণের সঠিক কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, বন্দরের একটি গুদামে সংরক্ষিত অ্যামোনিয়াম নাইট্রেট থেকে এই বিস্ফোরণ ঘটতে পারে।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাছান বলেছেন, প্রাথমিক হিসাবে ৭৩ জন নিহত ও ৩ হাজার ৭০০ আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানান হামাদ।
এর আগে মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে লেবাননের রাজধানী বৈরুতে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শহরজুড়ে আতঙ্ক তৈরি হয়।
শহরের বাসিন্দারা বলেছেন, বিস্ফোরণে তাদের শহরটি ভূমিকম্পের মতো কেপে ওঠে।
এদিকে বিস্ফোরণের সময় বৈরুত বন্দরে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বিএনএস বিজয় অবস্থান করছিল। এই বিস্ফোরণে বাংলাদেশ নৌবাহিনীর ১৯ সদস্য আহত হয়েছেন। আহতের মধ্যে ৫ জনকে স্থানীয় একটি হাসপাতালের ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক।
এছাড়া বেশ কয়েকজন প্রবাসীও বাংলাদেশি আহত হয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব শ্রম ও দূতালয় প্রধান আবদুল্লাহ আল মামুন।
তিনি বাংলাদেশের একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানা গেছে। তবে এই ঘটনায় বাংলাদেশের কেউ নিহত হয়নি বলেও জানান তিনি।
+ There are no comments
Add yours