আলীকদমে ডায়রিয়ার প্রকোপে আরো ১১ জনের মৃত্যু ; আশঙ্কা জনক ৩

Estimated read time 0 min read
Ad1

আকাশ মারমা মংসিং, বান্দরবানঃ বান্দরবান আলীকদম উপজেলায় দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ডায়রিয়ার আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। তারা হলেন মানরুম পাড়ার সংপুর ম্রো (৪১), সংরিং ম্রো (৬), ও কাইকেউ ম্রো (১৮) এ নিয়ে গত ৭ দিনে ব্যবধানে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাড়ালো ১১ জনে।

এদিকে আশঙ্কা জনক মেনলে ম্রো (৫), আংচং ম্রো (৭০) ও রেপং ম্রো (১৫) শিশুসহ ৩ জনকে বুধবার দুপুরে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয় ।

গেল মঙ্গলবার মানরুম পাড়ায় আক্রান্ত আরো দুজনের মৃত্যু হয় এরা হলেন সংপুর ম্রো (৪১) ও সংরিং ম্রো। আজ বুধবার সকালে আরো একজন মারা যায় একই পাড়ার বাসিন্দা কাইকেউ ম্রো।

স্থানীয় ও সেনা সুত্রে জানা যায়, গত বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত আলীকদম উপজেলার দূর্গম কুরুকপাতা ইউনিয়নের তিনটি পাড়ায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৮ জন মারা যায়। এবং আক্রান্ত হয় তিনটি পাড়ার শিশু বৃদ্ধসহ শতাধিক মানুষ।

এইদিকে পাহাড়ের দূর্গম এলাকায় কোন যাতায়াত ব্যবস্থা না থাকায় সঠিক চিকিৎসার অভাবে আক্রান্তরা মৃত্যু হলে পরে খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা হেলিকপ্টারে করে খাবার পানি স্যালাইন, পানি বিশুদ্ধকরন বড়ি সরবরাহ ঔষধপত্র পৌছে দেওয়া হয়। পাশাপাশি স্বাস্থ্য বিভাগের কর্মীদের সাথে সেনাবাহিনীর আক্রান্তদের চিকিৎসা প্রদানে লক্ষ্যে সেখানে একটি ফিল্ড হাসপাতাল তৈরী করা হয়। সেই হাসপাতালে ডায়রিয়ার আক্রান্তদেরকে চিকিৎসা সেব প্রদান করা হয়।

কুরুকপাতা ইউনিয়ন পরিষদ ৫নং ওয়ার্ড ইউপি সদস্য কাইংক্য ম্রো জানান, বুধবার সকালে মাংরুং পাড়ায় কাইকেউ ম্রো (১৮) নামে আরও একজন মারা যায়। এর আগে মঙ্গলবার আরো দুজন মারা যায়। আক্রান্ত এখনো ৫০ জনের মত রয়েছে। তবে আগে থেকে এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রন দিকে।

বান্দরবান সেনাবাহিনী ৭ ফিল্ড এ্যামবুলেন্স এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. সাইফুল ইসলাম জানান, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মোট ১১ জন মারা গেছে। আশঙ্কাজনক ৩ জনকে হেলিকপ্টারে নিয়ে আসা হয়েছে সদর হাসপাতালে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আক্রান্তদের চিকিৎসা প্রদানে মাধ্যমে পরিস্থিতি এখন অনেকটা আগে থেকে কমেছে ।

উল্লেখ্য, গেল বুধবার থেকে আলীকদ্ম উপজেলায় দুর্গম পাহাড়ের বিশুদ্ধ পানির অভাবে ডায়রিয়ার আক্রান্ত হয়ে ৮ জনে মৃত্যু হয়। সেই সময় আক্রান্তের সংখ্যা ছিল প্রায় ২৫০ জনের বেশি। তবে ৪ দিন ব্যবধানে আক্রান্তের সংখ্যা কমে তা এখন অনেক নিয়ন্ত্রনে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours