নূরুল আবছার নূরীঃ চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউপি স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন প্রকাশ রাশেদ কামালের আরো এক হত্যাকারী মোহাম্মদ নুরুন্নবী (৩০)’ কে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনবেস্টিগেশন, চট্টগ্রাম (পিবিআই)।
পিবিআই চট্টগ্রাম জেলার সার্বিক তত্ত্বাবধানে গত ১৬ই জুন রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নানুপুর বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে পুলিশ।
আটককৃত রাশেদ কামাল হত্যাকাণ্ডের সাথে জড়িত ও তদন্তে প্রকাশিত এবং ইতোপূর্বে গ্রেফতারকৃত আসামী আসলাম হোসেন মামুন এর কাঃ বিঃ ১৬৪ ধারার জবানবন্দীতে উল্লেখিত আসামী- মোহাম্মদ নুরুন্নবী (৩০), পিতা-মৃত আব্দুস সালাম, মাতা-শিরিন আক্তার, সাং-নানুপুর, ফকির বাড়ী, ৬নং ওয়ার্ড, নানুপুর ইউনিয়ন, থানা-ফটিকছড়ি, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করতঃ অদ্য ১৭/০৬/২০২১ ইং তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।
রাশেদ কামাল হত্যাকান্ডের ঘটনার সাথে সম্পৃক্ত পলাতক অন্যান্য আসামীদের গ্রেফতারের জোর প্রচেষ্টা অব্যাহত আছে এবং মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
ইতোমধ্যে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ শাহাদাত হোসেন ওই মামলার ০৫ জন আসামী সহ হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করেছেন।
উল্লেখ্য যে, গত বছরের ১১ই জুন রাত সাড়ে ৮টার দিকে ফটিকছড়ি নানুপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ভিকটিম মোঃ কামাল উদ্দিন প্রকাশ রাশেদ কামাল তার নিজ এলাকা নানুপুর বাজারের দক্ষিণে বাজারের উন্নয়ন কাজ পরিদর্শনের সময় তাকে গুলি করে ও ধারালো অস্ত্র দ্বারা মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে উপর্যপুরি আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করতঃ ঘটনাস্থলে মূমুর্ষ অবস্থায় রেখে আসামীরা পালিয়ে যায়। ভিকটিমের আত্মীয়-স্বজন সহ আশপাশের লোকজন ঘটনাস্থল থেকে ভিকটিম রাশেদ কামাল’কে উদ্ধার করে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এই সংক্রান্তে ভিকটিমের মা জাহানারা বেগম বাদী হয়ে একই এলাকার সৈয়দ মোঃ বাকের’কে ১নং আসামী করে এজাহার নামীয় ০৬ জন সহ অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে ফটিকছড়ি থানার মামলা নং-০৬, তারিখ-১২/০৬/২০২০ ইং, ধারা-৩০২/৩৪ পেনাল কোড দায়ের করেন।
+ There are no comments
Add yours