ল’এসোসিয়েশন অব বাংলাদেশ এর চট্টগ্রামের সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ শাখার কমিটি গঠিত হয়েছে।
শনিবার ( ১৯ জুন) সংগঠনটির চট্টগ্রাম জেলার সভাপতি মোঃ মারুফুল হক ও সাধারণ সম্পাদক মোঃ নাঈম খান দীপু সাক্ষরিত সংগঠনটির প্যাডে ৭৪ জনকে কমিটি করে অনুমোদন প্রদান করে।
এসময় উক্ত কমিটিতে সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের আইন অনুষদের ছাত্রী হৈমন্তী ভট্টাচার্যকে সভাপতি ও একই অনুষদের ছাত্র মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক করে উক্ত কমিটিতে সিনিয়র সভাপতি পদে কাউছার শারমীন চৌধুরী ইশা,সহ-সভাপতি-বিথী দাশ,সহ-সভাপতি- নিশা সুশীল,সহ-সভাপতি- অঙ্কন চৌধুরী,সাধারণ সম্পাদক- মেহেদী হাসান,সিনিয়র সাধারণ সম্পাদক-সামশেদ আলম সাওম,যুগ্ম সাধারণ সম্পাদক-ওমর ফারুক,যুগ্ম সাধারণ সম্পাদক-তানজিনা আক্তার,যুগ্ম সাধারণ সম্পাদক-ফাতেমা বেগম,যুগ্ম সাধারণ সম্পাদক-নাছমিন সুলতানা (তামান্না),যুগ্ম সাধারণ সম্পাদক-মাইনুল হাসান রাকিব,যুগ্ম সাধারণ সম্পাদক-হাসান ইবনে মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক-সৈকত দেব নাথ,যুগ্ম সাধারণ সম্পাদকঃমোহাম্মদ গোফরানুল হক,যুগ্ম সাধারণ সম্পাদক-সিয়াম উদ্দিন আহমেদ,সাংগঠনিক সম্পাদক-সানজিদা তাবাসসুম,সহ সাংগঠনিক সম্পাদক-ঝুমা আক্তার,সহ সাংগঠনিক সম্পাদক-আব্দুল্লাহ আল গালিব(জাওয়াদ),সহ সাংগঠনিক সম্পাদক-জান্নাতুল ফেরদৌস,সহ সাংগঠনিক সম্পাদক-আরফাত হোসেন,সহ সাংগঠনিক সম্পাদক-এস এম ফজলে রাব্বী,সহ সাংগঠনিক সম্পাদক-মুহাম্মদ আকবর আলী,সহ সাংগঠনিক সম্পাদক-সৈকত দেব নাথ,সহ সাংগঠনিক সম্পাদক-প্রিতম দাশ,সহ সাংগঠনিক সম্পাদক-সজিব উদ্দিন,সহ সাংগঠনিক সম্পাদক-সুমাইতা সাবিহা,সহ সাংগঠনিক সম্পাদক-উম্মে সাইমা তানিম,অর্থ সম্পাদক-নূরুল ইসলাম,সহ অর্থ সম্পাদক-মোঃরাকিব উল হাসান আকাশ,সহ অর্থ সম্পাদক-উপমা পাল,নারী ও শিশু সম্পাদক-ডালিয়া চাকমা,নারী ও শিশু সহ সম্পাদক-সাজিয়া ইসলাম,নারী ও শিশু সহ সম্পাদক-ইরশাদ জেরিন হাসনা,নারী ও শিশু সহ সম্পাদক-তাজনিম আক্তার মিশু,নারী ও শিশু সহ সম্পাদক-সামিয়া মুস্তাফা,আইন সম্পাদক- মোঃসজিবুর রহমান,আইন সহ সম্পাদক-এইচ,এম,ফাহিম,আইন সহ-সম্পাদক-নাজনীন নাহার আশা,আইন সহ-সম্পাদক-সাঈদ ইমন,আইন সহ-সম্পাদক-বিবি আয়েশা,আইন সহ-সম্পাদক-সীমা আক্তার কেয়া,আইন সহ-সম্পাদক-আমেনা ছিদ্দিকা,আইন সহ-সম্পাদক-মোঃএনামুল হাসান,পরিবেশ সম্পাদক-কুতুব উদ্দিন রিফাত,ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক-শারমিন আক্তার,ত্রাণ ও সমাজকল্যাণ সহ সম্পাদক-ওমর ফারুক আরাফাত,ত্রাণ ও সমাজকল্যাণ সহ সম্পাদক- আবু নাঈম আবিদ,মানবাধিকার সম্পাদক-আবদুল্লাহ বিন আসিফ,মানবাধিকার সহ সম্পাদক-কনিকা আফরিন,মানবাধিকার সহ সম্পাদক-ফারাজানা আরিফ আইরিন,সাংস্কৃতিক সম্পাদকমনিরুল ইসলাম,সাংস্কৃতিক সহ সম্পাদক-শাহিদা আক্তার,মিডিয়া সম্পাদক-ইতরাত করিম,শিক্ষা ও গবেষণা সম্পাদক-সারিকা কায়নাত,শিক্ষা ও গবেষণা সহ সম্পাদক- এইচ,এম,আহসান উদ্দিন চৌধুরী,আন্তজার্তিক সম্পাদক-ফাহাদ বিন ইউনুস,আন্তজার্তিক সহ সম্পাদক- রিংকন বড়ুয়া,দপ্তর সম্পাদক-মোঃশহিদুল ইসলাম,সহ দপ্তর সম্পাদক- মিসকাত উদ্দিন চৌধুরী আকিব,সহ দপ্তর সম্পাদক-ফারজানা আক্তার মিম,প্রচার ও প্রকাশনা সম্পাদক- আরাফাত হোসেন, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক- আসিফ বাবু,ক্রীড়া সম্পাদক- আরমান হাবিব,ক্রীড়া সহ সম্পাদক- আবুল মোস্তফা শাকিল,ক্রীড়া সহ সম্পাদক- মোহাম্মদ সাইফুল গণি ফইসাল,ক্রীড়া সহ সম্পাদক- ইশতিয়াক আহমাদ আরিয়ান, ক্রীড়া সহ সম্পাদকঅমিত মুহুরী, কার্যকরী সদস্য- সৈয়দা নিগার সুলতানা,কার্যকরী সদস্য- কামরুল হাসান কায়েস,কার্যকরী সদস্য- সরোয়ার হোসেন চৌধুরী, কার্যকরী সদস্যমোঃ মোফাজ্জেল হোসেন,কার্যকরী সদস্য- সানিরাত কামাল, কার্যকরী সদস্য-রিফাত হাসান ‘কে অনুমোদন দিয়ে কমিটির ঘোষণা দেয় সংগঠনটি চট্টগ্রাম জেলা কমিটির নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।
+ There are no comments
Add yours