আমির হোসেন ,ঝালকাঠি ::: ইউনিয়ন পরিষদ নির্বাচন নলছিটি উপজেলার ১০টি ইউনিয়নেই নৌকা প্রতীকের প্রার্থীরা শতভাগ বিজয়ী হয়েছেন।
২১ জুন অনুষ্ঠিত ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ১০জন চেয়ারম্যান প্রার্থীই বিজয়ী হয়েছেন।
সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে ভোটারগন ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে তাদের পছন্দের জনপ্রতিনিধিকে ভোট প্রদান করেন। নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) অংশ গ্রহণ না করায় তেমন কোন প্রতিদ্বন্দ্বিতা পরিলক্ষিত হয়নি। প্রতিদ্বন্দ্বি শক্ত প্রার্থী না থাকায় ভোট কেন্দ্রে তেমন কোন অপ্রীতিকর বা সহিংসতার ঘটনার খবর পাওয়া যায়নি।
নির্বাচনে বিজয়ী প্রার্থীরা হলেন মগড় ইউনিয়নে এনামুল হক শাহীন, ভৈরবপাশা ইউনিয়নে আবদুল হক হাওলাদার,কুলকাঠি ইউনিয়নে এইচ এম আখতারুজ্জামান বাচ্চু, রানাপাশ ইউনিয়নে শাহজাহানহা হাওলাদার, সুবিদপুর ইউনিয়নে আবদুল গফ্ফার খান, কুশঙ্গল ইউনিয়নে আলমগীর হোসেন শিকদার, সিদ্ধকাঠি ইউনিয়নে কাজী জেসমিন ওবায়েদ,দপদপিয়া ইউনিয়নে সোহরাব হোসেন বাবুল মৃধা,নাচনমহল ইউনিয়নে সিরাজুল ইসলাম সেলিম মোল্লা এবং মোল্লারহাট ইউনিয়নে কেএম মাহাবুবুর রহমান সেন্টু বিজয়ী হয়েছেন।
নির্বচনের আগেই আলীগের বিদ্রোহী প্রার্থিগন দলের প্রতি শ্রদ্ধারেখে নিজেদেরকে প্রচার প্রচারণা থরকে বিরত রাখার পাশাপাশি নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর ঘোষনা দেন। তাঁরা নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করেছেন বলে দাবী করেন। ইসলামি আন্দোলন বাংলাদেশ প্রাথীতা করলেও কাঙ্ক্ষিত বিজয় অর্জনে ব্যার্থ হন।
+ There are no comments
Add yours