মো. মুবিনুল হক মুবিন,নাইক্ষ্যংছড়ি ::: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি বাজার আজ থেকে সিসি টিভির আওতায় আনা হয়েছে। নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেনের পরামর্শে এ উদ্যোগ নেন বাজার পরিচালনা কমিটি।
ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত, অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধী শনাক্তের সুবিধার্থে নাইক্ষ্যংছড়ি বাজারের ৮টি গুরুত্বপূর্ণ স্থানে ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসি ক্যামেরা) বসানোর কার্যক্রম বাস্তবায়ন করেছেন নাইক্ষ্যংছড়ি বাজার পরিচালনা কমিটি।
মঙ্গলবার (২২ জুন) বিকালে নাইক্ষ্যংছড়ি বাজার পরিচালনা কমিটির সভাপতি ইয়াহিয়া খান মামুনের সভাপতিত্বে বাজার পরিচালনা কমিটির কার্যালয়ে ক্লোজ সার্কিট ক্যামেরার আওতাধীন কন্ট্রোল রুম এর শুভ উদ্বোধন করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া আফরিন কচি এবং থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন। বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ডাঃ ফরিদুল আলম এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সভাপতি ও সদর ইউপির মেম্বার মো,আরেফ উল্লাহ ছুট্টু, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির যুগ্ন আহ্বায়ক আমিনুল ইসলাম, সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল, সাবেক সভাপতি শামিম ইকবাল চৌধুরী, সাংবাদিক মো. জয়নাল আবেদীন টুক্কু, আব্দুর রশিদ, মাহামদুল হক বাহাদুর, মো. ইউনুছ, মো. তৈয়ব উল্লাহ, উপজেলা যুবলীগ নেতা মাওলানা মুহাম্মদ আজিজুল হক, বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ ইসলাম মেম্বার, মো.আবুল কাসেম সওদাগর,আব্দুল গফুর সওদাগর, মন্ঞ্জুর আলম সওদাগর প্রমূখ।
এর আগে ইউএনও এবং ওসিকে বাজার কমিটির নেতাকর্মীরা ফুলেল শুভেচছা জানান।
উদ্বোধন অনুষ্ঠানে ইউএনও সাদিয়া আফরিন কচি চোর, ডাকাত ও অপরাধীদের চিহ্নিত করতে বাজারে সিসি ক্যামেরা স্থাপন করায় বাজার পরিচালনা কমিটিকে ধন্যবাদ জানান।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন জানান, পর্যায়ক্রমে উপজেলা ঘুমধুম বাজার,বাইশারী বাজারসহ উপজেলার গুরুত্বপূর্ণ স্থান দ্রুত সিসি ক্যামেরার আওতায় আনা হবে। তিনি আরো বলেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি যে কোন ঘটনার রহস্য উদ্ঘাটনে সহায়ক এর পাশাপাশি পুরো বাজারবাসী এর সুফল পাবেন।’
সভাপতি ইয়াহিয়া খান মামুন ও সম্পাদক ফরিদুল আলম জানান, নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ এর পরিকল্পনায় বাজার পরিচালনা কমিটির সহায়তায় বাজারের বিভিন্ন মার্কেটের, অলিগলি সিসি ক্যামেরার আওয়তায় আনা হয়েছে। এ ক্যামেরা স্থাপনের মধ্যদিয়ে বাজারের প্রধান সড়কের প্রবেশদ্বার উপজেলা গেইট, ধুংরী হেডম্যান পাড়ার মার্কেটসহ পুরো নাইক্ষ্যংছড়ি বাজার এলাকার অধিকাংশই এখন সিসি ক্যামেরার আওতায় চলে এসেছে। এভাবে নাইক্ষ্যংছড়ি উপজেলার সকল ব্যবসায়ীরা যদি এ উদ্যোগ গ্রহণ করে পুরো উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে। বাজারে চুরি, ডাকাতিসহ যে কোন ঘটনা ঘটলে এ ক্যামেরার ফুটেজ ঘটনার রহস্য উদ্ঘাটনে সহায়তা করবে।
+ There are no comments
Add yours