বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড অর্থায়নে ২কোটি ৬৫ লক্ষ অর্থ ব্যায়ে ভিত্তির প্রস্তর উদ্বোধন

Estimated read time 1 min read
Ad1

আকাশ মারমা মংসিং, বান্দরবান ::: পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বক্তব্য বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং এই সরকারের আমলে স্কুল, কলেজ,হাসপাতাল,মন্দির, মসজিদ, গীর্জাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান নির্মাণ হচ্ছে আর এর সুফল পাচ্ছে সাধারণ জনগণ। পার্বত্য বান্দরবানে সম্প্রীতি এলাকায় মানুষ আজ অনেক এগিয়ে যাচ্ছে । শিক্ষা থেকে শুরু করে যাবতীয় কিছু উন্নয়ন ছোয়া লেগেছে বলে আজ বান্দরবান সব জেলা থেকে এগিয়ে।

বান্দরবান সদর উপজেলার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড অর্থায়নে বালাঘাটা পুলিশ লাইন্স ২ কোটি ৫০ লক্ষ ব্যয়ে তিন তলা স্কুলের ভবন ও ১৫ লক্ষ অর্থ ব্যয়ে পুলিশ লাইন্স স্কুলের ওয়েটিং শেড এর শুভ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব বীর বাহাদুর উশৈসিং এমপি।

মঙ্গলবার ২২ জুন সকালে বান্দরবান জেলা পুলিশ লাইন্স প্রাঙ্গনে বান্দরবান জেলা পুলিশ আয়োজনে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

এই সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার জেরিন আকতার , অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রেজা সরোয়ার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে প্রকল্প পরিচালক আব্দুল আজিজ, নির্বাহী প্রকৌশলী আবু বিন মো, ইয়াছিন আরাফাত, পৌর মেয়র ইসলাম বেবী, রেড ক্রিসেন্ট সেক্রেটারি অমল কান্তি দাশ, জেলা পরিষদ সদস্য মোহাম্মদ মোজাম্মেল হক বাহাদুর, শহর আওয়ামীলীগে সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার সহ জেলার উর্ধ্বতন অফিসার বৃন্দ ও প্রিন্ট মিডিয়ার ব্যক্তিবর্গ প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours