নূরুল আবছার নূরী ::: ফটিকছড়িতে প্রবাসীর ঘরে ডাকাতির ঘটনা রহস্য উদঘাটন করেছে পুলিশ। স্থানীয় কয়েক জনের সহায়তায় দুই ভাতিজি জামাই মিলে এ ঘটনা ঘটিয়েছে বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছে জামাই সাহেদ।
দুর্ধর্ষ এ ডাকাতির ঘটনায় সান্দেহভাজন হিসেবে আটক ভাতিজি জামাই সাহেদ, সাইফুল ও খালাতো ভাই মহিউদ্দিনসহ নিকটাত্মীয় ইউসুফকে ২৩ জুন, বুধবার সকালে ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য চট্টগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করে। সেখানে সাহেদ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানাগেছে।
এ বিষয়ে ফটিকছড়ি থানার ওসি রবিউল ইসলাম বলেন, এলাকার কয়েকজনের সহযোগিতা নিয়ে পরিবারের ২ জামাই মিলে এ ঘটনা ঘটিয়েছে। এ জন্য তারা দাওয়াতের রাত ও বৃষ্টি বাদলের দিন বেঁচে নিয়েছে। গ্রেফতারকৃত অন্য ৩ আসামীকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করার পর বিস্তারিত বলতে পারবো।
উল্লেখ্য, গত ১৮ জুন শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে ফটিকছড়ি পৌরসভার ৯নং ওয়ার্ডের উজির আলী জমাদার বাড়ীর কাতার প্রবাসী আব্দুল হালিমের ঘরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। অস্ত্রের মুখের ডাকাতরা পরিবারের সদস্যদের জিম্মি করে প্রায় ২৮ ভরি স্বর্ণালংকার, নগদ ৫ লাখ টাকা ও ১৫ টি মোবাইল সেট লুট করে নিয়ে যায়।
ঘটনার পর পর খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নানা মুখী তদন্ত চালাতে থাকে ।
+ There are no comments
Add yours