মোঃ সারোয়ার কর্ণফুলী
চট্টগ্রামর কর্ণফুলী আর পটিয়ার সংযোগসেতু কালারপোল সেতুটির গার্ড়ার ধসে নদীতে পড়ে যায়। এতে করে ৩ জন শ্রমিক আহত হয়েছে।
শুক্রবার ২৫ জুন রাত ৮টার দিকে এই ঘটনাটি ঘটে।
স্থানীয়সুত্রে জানা যায়, রাত ৮টার দিকে একটি বিকট শব্দ হয়। পরে সেতুটির গার্ডার ভেঙে নদীতে তলিয়ে যায়।
এদিকে বহুল প্রতীক্ষীত নির্মাণাধীন সেতুটি ভেংগে যাওয়ায় স্থানীয়দের ক্ষোভের অন্ত নেই। নিম্নমানের কাজ আর টিকাদারদের গাফিলতিকে দায়ী করছে তারা।
জানা যায় ২০০৭ সালে এখানকার পুরোনো সেতুটি ভেঙে যাওয়ায় নতুন ভাবে সেতুটি নির্মাণ করতে ২২ কোটি টাকার অনুমোদন দেয় সেতু মন্ত্রণালয়।কিন্তু ঠিকাদার কাজ ছেড়ে দেওয়ায় আবারও ২০১৭ সালে নতুনভাবে অনুমোদন পায় সেতুটি। এবং সেতুটির জন্য ২৭ কোটি ৩৮ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়। এখানে ও লোকসান দেখিয়ে ঠিকাদার কাজ ছেড়ে দেয়।
পরে সেতুটির কাজ অনিশ্চিয়তার মধ্যে পড়ে যায়।
গত দেড়বছর আগে সেতুটির কাজ নতুন ভাবে শুরু হলেও কাজের ধীরগতির কারণে সেতুটির কাজ তেমন এগোয়নি।
+ There are no comments
Add yours