মিরসরাইয়ে কিশোর গ্যাং প্রধান আরিফ অস্ত্রসহ গ্রেফতার

Estimated read time 1 min read
Ad1

সাদমান সময়, মিরসরাই  ::: চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ থানায় কিশোর গ্যাং প্রধান আরিফকে দুই সহযোগীসহ গ্রেফতার করেছে র‌্যাব-৭। এদের কাছে সন্ত্রাসী কাজে ব্যবহৃত অস্ত্রসহ ও গুলি পাওয়া গেছে। গত রবিবার (২৭ জুন) রাতে উপজেলার করেরহাট  এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সোমবার দুপুরে জোরারগঞ্জ থানা পুলিশ গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃতরা হলো উপজেলার বারইয়ারহাট পৌর এলাকার রবিউল হোসেনের ছেলে আরিফ (২০), নূও মোহাম্মদেও ছেলে নুরুল আলম, সলিমুল্লাহর ছেলে নজরুল ইসলাম। এসময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান, ১২ রাউন্ড গুলি, দুটি চাকু উদ্ধার করা হয়।

র‌্যাব  ৭ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) নুরুল আবসার জানান, করেরহাট রামগড় রোড নন্দী বাড়ি প্রকাশ হিন্দু বাড়ীর বিপরীত পাশে পাকা রাস্তার উপর কতিপয় কিশোর গ্যাং এর সদস্য সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে অবস্থান করছে শুনে অভিযান পরিচালনা করে কিশোর গ্যাং প্রধান আরিফকে দুই সহযোগীকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর হোসেন মামুন জানান, করেরহাট ইউনিয়নে র‌্যাবের অভিযানে অস্ত্র সহ আটককৃত তিনজন আসামীকে থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে সোমবার সকালে থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। রবিবার তাদেও কোটে চালান দিয়ে রিমান্ড চাওয়া হবে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours