
এম হেলাল উদ্দিন নিরব, চন্দনাইশ ::: দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় লকডাউনের প্রথম দিনে সিএনজি ও কভারভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১ জেলে নিহত ও ৪ জেলে গুরুত্বর আহত হয়েছে।
এদিকে আজ ( ১ জুলাই) বৃহস্পতিবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়ীয়া পক্কি মাকা এলাকায় মর্মান্তিক এই দূর্ঘটনাটি ঘটে।
এদিকে নিহতের নাম প্রিয়ম জল দাশ (২৮) পিতা-সজীব জল দাশ ধর্মপুর, সাতকানিয়া। অন্যান্য আহতরা হলেন দোহাজারী হাছনদন্ডী এলাকার বিশম জল দাশ (৪৫),সুজন জল দাশ (৩০),খোকন জলদাশ (২৫),অপরজন রাউজানের তরুন জল দাশ (২৫)। আহতদের মধ্যে বিশম জল দাশের অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে চমেক হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যান্য আহতরা বিজিসি ট্রাষ্ট মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
এদিকে দোহাজারী হাইওয়ে পুলিশের সেকেন্ড অফিসার এস আই জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, জেলেরা পটিয়ায় পুকুরে জাল দিয়ে ফিরে পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়ীয়া পক্কি মার্কা এলাকায় পৌঁছলে কভার ভ্যান ও সিএনজি অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় ঘটনাস্থলে একজন মারা যায় অপর ৪জন গুরুত্বর আহত হয়। দূর্ঘটনা কবলিত সিএনজি ও কভ্যারভ্যানটি উদ্ধার করা হয়েছে বলে জানান।
+ There are no comments
Add yours