পটিয়ায় কঠোর লকডাউন বাস্তবায়নে প্রশাসনের অভিযান 

Estimated read time 1 min read
Ad1

 

এম হেলাল উদ্দিন নিরব
পটিয়া – চট্টগ্রাম

দক্ষিণ চট্টগ্রামের প্রবেশদ্বার পটিয়ায় সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে ভূমিকা পালন করছে উপজেলা প্রশাসন। তবে চরম ভোগান্তির মাঝে দিন পোহাতে হচ্ছে নগরে যাওয়ার যাত্রীরা। লকডাউনের কারণে গণপরিবহন বন্ধ থাকায় হেটেঁই গন্তব্যে যেতে হচ্ছে তাদের।

এসময় কঠোর লকডাউন বাস্তবায়নের অভিযানে নেতৃত্ব দেন, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ। তিনি জনসাধারণের মাঝে সচেতনতার বার্তা দেন। বিনা কারনে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেন।

এদিকে মহাসড়কের পৌর সদরের কাগজীপাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে পণ্যবাহী ও জরুরি সেবায় নিয়োজিত যানবাহন ছাড়া বাকি যানবাহনগুলো ঘুরিয়ে দিচ্ছে পুলিশ।

এদিকে উপজেলা প্রশাসনের পাশাপাশি কঠোর পদক্ষেপ গ্রহণ করেন পুলিশ।কঠোর অবস্থানে থাকায় সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে দোকানপাট ও শপিংমল। গত দুই দিনে বিভিন্ন যানবাহনকে আর্থিক জরিমানাসহ শতাধিক পরিবহনকে জব্দ করেছে পটিয়া ট্রাফিক ও হাইওয়ে পুলিশ।

এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার জানান, লকডাউনের কারণে পটিয়ায় সকল দোকানপাট বন্ধ রয়েছে । পৌর সদরের কাগজীপাড়া চেকপোস্ট বসিয়ে প্রয়োজনীয় পরিবহন ছাড়া বাকি সব পরিবহনকে ঘুরিয়ে দেয়া হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours