লকডাউনে সিএনজি অটোরিকশার দ্বিগুণ ভাড়া- ভোগান্তিতে যাত্রীরা

Estimated read time 1 min read
Ad1

 

এম হেলাল উদ্দিন নিরব
পটিয়া – চট্টগ্রাম

চট্টগ্রামের পটিয়ায় সরকার ঘোষিত কঠোর লকডাউনের প্রথম দিন থেকেই শুরু হয়েছে দ্বিগুণ ভাড়া নেয়া সিএনজি অটোরিকশার চালকরা। কেউ আবার কঠোর লকডাউনে পুলিশের ভয়ে গাড়ি বের না করে রাস্তায় এসে পরিস্থিতি দেখে, আর একদিকে সিএনজি অটোরিকশার দ্বিগুণ ভাড়া নিতে দেখে বাকিরা ও গাড়ি বের করার সিদ্ধান্ত নেয়। এমন দৃশ্য দেখা যাই চট্টগ্রামের পটিয়া উপজেলায় থানার মোড় এলাকায়।যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া নিচ্ছে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল ( পাঠাও)

এদিকে আজ (১ জুলাই) বৃহস্পতিবার পটিয়া থানার মোড় এলাকায় সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা যাই, কঠোর লকডাউনে দাপিয়ে বেড়াচ্ছে অটোরিকশা, সিএনজি ও মোটরসাইকেল। তবে ভাড়া দিতে হবে দ্বিগুণ থেকে তিনগুণ। লকডাউনের কারনে গণপরিবহন বন্ধ থাকায় এমন ভোগান্তির মাঝে দিন কাটাতে হচ্ছে সাধারণ যাত্রীদের।

অন্যদিকে দেখা যায়,চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়কের পৌর সদরে চেকপোস্ট বসিয়ে পণ্যবাহী ট্রাকে জরুরি সেবায় নিয়োজিত যানবাহন ছাড়া বাকি পরিবহন গুলোকে ঘুরিয়ে দিচ্ছে পুলিশ, কিন্ত অন্যদিকে চরম ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ যাত্রী।

এসময় আব্দুল মালেক নামে এক পথচারী জানান, সরকার ঘোষিত কঠোর লকডাউনে হালকা পাতলা যানবাহন চলাচল করলেও দ্বিগুণ থেকে তিনগুণ ভাড়া দিতে হচ্ছে, অনেক সময় যাত্রীদের সাথে চালকের হাতাহাতি ঘটনাও ঘটেছে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours