
আজিজুল হক চৌধুরী,বোয়ালখালী ::: চট্টগ্রামের বোয়ালখালীতে করোনা শনাক্তের ফলাফল জানতে শুরু হয়েছে বিনামূল্যে র্যাপিড এন্টিজেন টেস্ট।
৩০ জুন (বুধবার) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কার্যক্রম শুরু করা হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিল্লুর রহমান।
ডাঃ জিল্লুর রহমান বলেন, জনগণকে করোনা পরীক্ষায় উদ্বুদ্ধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। র্যাপিড এন্টিজেন টেস্টের মাধ্যমে ৩০-৪০ মিনিটের মধ্যেই নমুনা পরীক্ষার ফলাফল জানা যাবে। আজ ১ জুলাই বৃহস্পতিবার হাসপাতালে ৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের সবারই ফলাফল নেগেটিভ পাওয়া গেছে।
যাদের মধ্যে করোনাভাইরাস সংক্রমণের উপসর্গ রয়েছে, শুধু তাদেরকে অ্যান্টিজেন টেস্ট করানো হবে। এতে যারা পজিটিভ হিসেবে চিহ্নিত হবেন, তাদেরকে আইসোলেশনে নেওয়া হবে। আর যাদের ক্ষেত্রে ফলাফল নেগেটিভ আসবে, তাদেরকে পিসিআর টেস্টের জন্য পাঠানো হবে বলে জানান তিনি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ৩০ জুন পর্যন্ত বোয়ালখালীতে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ৫৯৭ জনের। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫২৯ জন। মৃত্যুবরণ করেছেন ৬ জন। মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৩০৩২ জনের।
উল্লেখ্য যে, গত বছরের ১৪ এপ্রিল বোয়ালখালী প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়।
+ There are no comments
Add yours