
মোঃ সারোয়ার, কর্ণফুলী:
চটগ্রামের কর্ণফুলী উপজেলায় লকডাউনের দ্বিতীয় দিনে আজ সকালে উপজেলার বিভিন্ন সড়ক ও হাট-বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা প্রশাসন।
আজ শুক্রবার (২জুলাই) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা।
অভিযানে,সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে উপজেলার খুইদ্দারটেক এ হার্ডওয়্যার এবং আয়ুব বিবি কলেজ সংলগ্ন আনোয়ারা শপিং সেন্টার এ কসমেটিকস্’র দুটি দোকান সিলগালা করা হয়েছে।
দোকান দুটি হল খাজা আজমিরী এন্টারপ্রাইজ(খুইদ্দারটেক,চরলক্ষ্যা)এবং অপরটি হল টপ কালেকশন,আয়ুব বিবি কলেজ রোড,খোয়াজনগর।
এছাড়া সরকারী আইন অমান্য করে রাস্তায় বের হওয়ায় কয়েকজন মোটরসাইকেল আরোহী কে জরিমানা করা হয় এবং মাস্ক পরিধান না করায় কয়েকজন পথচারিকেও জরিমানা করা হয়।
+ There are no comments
Add yours