
সাইফুল ইসলাম
আসুন গাছ লাগাই,পরিবেশ বাচাঁই এ প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে আলোকিত রত্নপুরের ব্যবস্থাপনায় রত্নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অত্র সংগঠনের সভাপতি মুহাম্মদ জাহেদুল আলম সোহেলের সভাপতিত্বে চারা রোপন ও বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের ২৫% ভূমি বনায়ন থাকা দরকার কিন্তু আমাদের জন সংখ্যা বৃদ্ধির কারণে সেটা করা সম্ভব হচ্ছেনা আবার অনেক জায়গায় খালি জায়গা থাকার পরও সচেতনতার অভাবে তারা বৃক্ষ রোপন করছে না।আমাদের সকলের উচিত এই বর্ষা মৌসুমে বেশি করে চারা রোপন ও বিতরণ করা।যার ফলে পড়ে থাকা জায়গায় চারা রোপন করতে জনসাধারণ উৎসাহিত হবে।
অনুষ্টানে আলোকিত রত্নপুরের উপদেষ্টা ইন্জিনিয়ার গিয়াসউদ্দিন জাহেদ,মাইনুল মান্নান মুহাম্মদ আকবর,নেচার উদ্দিন।
সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন বোরহান উদ্দিন, দিদারুল আলম,সাকিবুল আলম,নেজাম উদ্দিন,নয়ন, ইয়ার মুহাম্মদ প্রমুখ।
পরে ৩০০ শিক্ষার্থী ও এলাকার জনসাধারণের মাঝে চারা বিতরণ করা হয়।
+ There are no comments
Add yours