আজিজুল হক চৌধুরী,চট্টগ্রাম ::: চট্টগ্রামের বোয়ালখালীতে দেশীয় তৈরী ১শত লিটার চোলাই মদসহ অনুরুপ শীল (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
থানা পুলিশ সূত্র জানায়, ২ জুলাই (শুক্রবার) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে
অভিযান পরিচালনা করে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা গুচ্ছগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত অনুরুপ শীল পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বিশ্বনাথ শীলের ছেলে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী অনুরুপ শীলকে আটক করতে সক্ষম হয় থানা পুলিশ টিম। আজ শনিবার (৩ জুলাই) তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে আদালতে সোর্পদ করা হয়েছে।
এ সময় তার কাছ থেকে ১০টি পলিথিন ভর্তি ১শ লিটার ছোলাই মদ পাওয়া গেছে বলে জানান ওসি।
+ There are no comments
Add yours