আকাশ মারমা মংসিং,বান্দরবান ::: করোনা-১৯ ভাইরাস সংক্রমণ ঠেকাতে সারাদেশে ন্যায় ৩য় দিনের মত পালিত হয়েছে বান্দরবানে কঠোর লকডাউন। পাশাপাশি এলাকা জুড়ে তৎপরতা চালাচ্ছে আইনশৃঙখলা বাহিনী ও ভ্রাম্যমান আদালতের ১৮টি টিম ।
৩ জুলাই শনিবার সকাল থেকে বান্দরবানের মুল সড়কগুলো টহল দিচ্ছে সেনবাহিনী, বিজিবি, র্যব, আনসার, ও পুলিশ সহ জেলা প্রশাসন । ১ তারিখ হতে সপ্তাহ জুরে সরকারি নির্দেশনা মানাতে অলিতে গলিতে অভিযান পরিচালনা করছে ভ্রাম্যমান আদালত।
তবে প্রতিদিনের মত সকাল থেকে ভ্রাম্যমান আদালতে ১৮ টিম বিভিন্ন এলাকায় মূল পয়েন্টে টহল দেওয়া হয়। সেই সাথে বিভিন্ন মুল পয়েন্ট অভিমান চালিয়ে ৩দিনের ব্যবধানে ১০৬ টি মামলা সহ সর্বমোট ৩৬ হাজার ৩শত ৫০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
বান্দরবান জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো, কায়েসুর রহমান খবর বাংলাকে জানান, সকাল থেকে মূল সড়কে ১৮ টি ভ্রাম্যামান আদলতের টিম ও ১ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট অভিযান পরিচালনা কালে ১০৬ টি মামলা দেওয়া হয়েছে। পাশাপাশি জেলায় যেগুলো মূল পয়েন্টের জনসমাগন রয়েছে সেইখানে র্যাব,পুলিশ, আনসার,ও সেনা বাহিনী টহল অব্যাহত আছে।
+ There are no comments
Add yours