
নূরুল আবছার নূরী ::: ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়িতে অবৈধভাবে বালু উত্তোলন করছে স্থানীয় একটি চক্র। ইউনিয়নের আমান বাজার সংলগ্ন হারুয়ালছড়ি খালের প্রায় দীর্ঘ ২ কিলোমিটার এলাকায় দিনের পর দিন দেদারছে বালু উত্তোলন করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে চক্রটি। এতে হুমকিতে পড়েছে হারুয়ালছড়ি খালে স্থাপিত রাবার ড্যাম।
সরজমিনে গিয়ে দেখা যায়, ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আমান বাজারের উত্তর পাশে হারুয়ালছড়ি খালের প্রায় দুই কিলোমিটার অংশে অন্তত চার থেকে পাঁচটি স্পট থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। খবর নিয়ে জানা গেছে, প্রতিদিন সকালে হারুয়ালছড়ি রাবার ড্যাম সংলগ্ন খালের বেশ কয়েকটি স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি চক্র। যুবলীগ নেতা মহিউদ্দীনের নেতৃত্বে স্থানীয় মুনছুর, সাদ্দাম, মান্নান, বেলাল, জসিমসহ বেশ কয়েকজন ব্যক্তি এ অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িত রয়েছে। তারা দীর্ঘদিন ধরে এ কর্মকাণ্ড পরিচালনা করছে। তবে এ অবৈধ বালু উত্তোলনে রাবার ড্যাম ব্যবস্থাপনা কমিটির ম্যানেজার আইয়ুবের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
এদিকে, রাবার ড্যাম ঘেঁষে বালু উত্তোলন করায় হুমকির মুখে পড়েছে গুরুত্বপূর্ণ এ সেচ প্রকল্পটি। পাশাপাশি ভাঙনের কবলে পড়েছে খালের দুই পাড়। এ অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
এ বিষয়ে জানতে চাইলে রাবার ড্যাম ম্যানেজার আইয়ুব বলেন, আমি বালু উত্তোলনের সাথে সম্পৃক্ত নই। মূলত আজ (শনিবার) সকাল বেলা বালু উত্তোলন করতে দেখে চেয়ারম্যান সাহেবকে অবহিত করেছি।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী বলেন, খবর পাওয়ার সাথে সাথে আমি গ্রাম পুলিশ পাঠিয়ে বালু উত্তোলন বন্ধ করে দিয়েছি।
+ There are no comments
Add yours