লামায় কঠোর লকডাউনের চতুর্থ দিনে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

Estimated read time 1 min read
Ad1

নিজস্ব প্রতিবেদন : মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে জারিতে বান্দরবানের লামায় ফাইতং ইউনিয়ন ৬নং ওয়ার্ড নয়াপাড়া সরেজমিনে দেখা যায়, গত তিন দিন আইন প্রয়োগকারী সংস্থাগুলো কঠোর অবস্থানের ধারাবাহিকতা অব্যাহত। রবিবার (০৪জুলাই২১ইং) বিকালে ভ্রাম্যমাণ আদালত চায়ের দোকান ও ইজিবাইক ড্রাইভার কে জরিমানা করেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহকারী কমিশনাররা (ভূমি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় উপস্থিত ছিলেন ফাইতং পুলিশ ফাঁড়ি ইনচার্জ বিকাশ চন্দ্র চৌধুরী সহ ফাঁড়ি সদস্যরা।

মাঠে কাজ করা সরকারের আইন প্রয়োগকারী যৌথ টিমের সদস্যরা বলছেন, প্রশাসনের নিষেধাজ্ঞার পরও যারা যৌক্তিক কারণ ছাড়া সড়কে বের হচ্ছেন কিংবা স্বাস্থ্যবিধি লঙ্ঘন করছেন, তাদেরকেই আইনের আওতায় আনা হচ্ছে।

এছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় মাঠে কাজ করে যাচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। অফিস-আদালত, গণপরিবহন, শপিংমল বন্ধ। জরুরি সেবার গাড়ি ছাড়া সব যান্ত্রিক বাহন চলাচলেও রয়েছে নিষেধাজ্ঞা। জনসাধারণকে ঘরে থাকার অনুরোধ জানানো হয়েছে। এই বিধিনিষেধের মধ্যে জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে বের হলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে বলে হুঁশিয়ার করেন।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours