
আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ১৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার (৪ জুলাই) দেশটির সশস্ত্র বাহিনীর সদস্যদের বহনকারী বিমানটিতে ৯২ জন আরোহী ছিল বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
লকহিড কোম্পানির তৈরি সি-১৩০ বিমানটি অবতরণের সময় দুর্ঘটনায় পড়ে বলে ফিলিপাইন বিমান বাহিনী সূত্রে জানা গেছে।
দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল সিরিলিতো সোবেহানা জানিয়েছেন, সুলু প্রদেশের জলো দ্বীপে অবতরণ করার সময় বিমানটি বিধ্বস্ত হয় আর সেখান থেকে এ পর্যন্ত অন্তত ৪০ জনকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সুলু প্রদেশে ইসলামপন্থি বিদ্রোহীদের সঙ্গে দেশটির সেনাবাহিনীর দীর্ঘদিন ধরে লড়াই চলছে।
+ There are no comments
Add yours