মো. মুবিনুল হক মুবিন,নাইক্ষ্যংছড়ি :::
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম থেকে এক নওমসলিম নারীকে আটক করেছে পুলিশ।
আটক নারী হলো বান্দরবান জেলার থানচি উপজেলার কোয়াইক্ষ্যং এলাকার রোয়াল রেম বম’র কন্যা জেনী বম। সে খৃষ্টান ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করেন তার নাম রাখা হয় জান্নাতুল মীম(২৪)।
আটক ঐ নারী কক্সবাজারের ঈদগাঁওয়ের টেকপাড়ায় বসবাস করেন তার স্বামীর নাম শাহাব উদ্দিন।
সোমবার (৫ জুলাই) রাতে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের এক মাদক বিরোধী অভিযানে ঘুমধুম ইউপির ঘোনার পাড়াস্থ রাস্তার উপর থেকে এই নারীকে আটক করে পুলিশ। এসময় তার হেফাজত থেকে ৮৭৫ এবং গণনার অযোগ্য সহ প্রায় ১ সহস্রাধিক পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার মুল্য অনুমান ৩ লাখ সাড়ে ৬৪ হাজার টাকা।
এ বিষয়ে সংশ্লিষ্ট আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে জানান নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ।
+ There are no comments
Add yours