
নূরুল আবছার নূরী ::: ফটিকছড়িতে স্থানীয়দের কাছে আটক থাকা বিপন্ন প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করেছে বন বিভাগ।
সোমবার (৫ জুলাই) রাত ১২ টার দিকে উপজেলার দাঁতমারা ইউনিয়নের বড় বেতুয়া এলাকার নিশ্চিন্তা গ্রাম থেকে বানরটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, ‘রাত ১০টার দিকে বড় বেতুয়া নিশ্চিন্তা এলাকার একটি কালভার্টের উপরে এলাকাবাসী কাছে অপরিচিত বানরটি দাঁড়িয়ে থাকতে দেখে আটক করেন স্থানীয় লোকজন। পরে বনবিভাগের স্থানীয় বিট কর্মকর্তাকে ফোনে বিষয়টি জানালে তারা এসে বানরটি নিয়ে যায়।’
বিষয়টি নিশ্চিত করে দাঁতমারা বিট কর্মকর্তা ইউনুস জানান, খবর পেয়ে সোমবার রাত ১২টার দিকে লোক পাঠিয়ে লজ্জাবতী বানরটি উদ্ধার করা হয়। সকালে এটিকে বনে ছেড়ে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া বলেন, লজ্জাবতী বানর এখন অনেকটা বিপন্ন প্রজাতির। আবাসস্থল দিনদিন নষ্ট হয়ে যাওয়ার কারণে লোকালয়ে এসে পড়ছে এসব প্রাণী।
তিনি আরো বলেন, বন্যপ্রাণী আটক কিংবা স্বাভাবিক চলাফেরায় বিঘ্ন ঘটানো এক ধরণের অপরাধ। আমাদের উচিত, এদেরকে এদের মত থাকতে দেওয়া। তবেই পরিবেশের ভারসাম্য রক্ষা হবে।
+ There are no comments
Add yours