
মো. মুবিনুল হক, নাইক্ষ্যংছড়ি ::: কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের দক্ষিণ মাঝির কাটা গ্রামে সন্ত্রাসের এসিড নিক্ষেপের শিকার তৈয়বা বেগম (২২) এর চিকিৎসার জন্য নগদ ৩০ হাজার টাকা অনুদান দিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসক মামুনুর রশিদ।
বুধবার (৭ জুলাই) সকালে জেলা প্রশাসনের পক্ষে তৈয়বার পিতা মোজাফফর আহমদ এর হাতে এ চিকিৎসা সহায়তার জন্য আর্থিক অনুদানের টাকা হস্তান্তর করেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা।
এসময় উপস্থিত ছিলেন, রামু থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল হোসাইন।
ইউএনও প্রণয় চাকমা বলেন, ইতোমধ্যে পুলিশ নুরুল আবছার ভুট্টু নামের এক আসামিকে গ্রেফতার করেছে এঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে অপরাধীর যেন কঠোর শাস্তি হয়।
+ There are no comments
Add yours