ইসমাইলুল করিম >> বান্দরবান
বান্দরবানের লামায় আজিজনগরে কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছে আজিজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও লামা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক জসিম উদ্দীন কোম্পানি।।
শুক্রবার ( ৯ জুলাই) বিকাল ৫টায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কার্য্যলয়ে অনুষ্ঠিত মত বিনিময় সভায় জসিম উদ্দীন কোং দেশের চলমান বৈশ্বিক মহামারী করোনার প্রাদুর্ভাবে জনসচেতনতায় সাংবাদিকদের ভূমিকার ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, সাংবাদিক হচ্ছে জাতীর বিবেক,জাতির দর্পন যাদের বাস্তবসম্মত লিখনীতে সমাজের বাস্তবচিত্র ও নানাবিধ অসঙ্গতির চিত্র ফুটে উঠে।
মাদকের স্বর্গরাজ্যখ্যাত আজিজনগরে মাদকের কারনে যে কলঙ্কলেপন হয়েছে সে কলঙ্ক মোছনে সাংবাদিকদের জোরালে ভূমিকা,মাদক পাচারের সাথে জড়িতদের নাম উল্লেখ করে এদের সিন্ডিকেট ধ্বংশ করতে প্রশাসনের পাশাপাশি সাংবাদিকদের সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।
রাজনৈতিক নেতৃবৃন্দ ও যদি এ ঘৃণ্যতম পেশায় জড়িত থাকে তাদের মুখোশ উম্মোচনের আহবান জানান।
আজিজনগর ইউনিয়নে আওয়ামীলীগ সরকারের আমলে পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি একান্ত প্রচেষ্টায় সাধিত উন্নয়ন চিত্র তুলে ধরে তিনি বলেন ১০ বছর কিংবা ৫বছর আগের আজিজনগর আর আজকের আজিজনগরের চিত্র সম্পূর্ণ ভিন্ন।শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট,ব্রীজ কালভার্ট, ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামোগত অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে।এখনো অনেক উন্নয়নমুলক কাজ চলমান রয়েছে।
তিনি আরও বলেন, সরকারের আশ্রয়ন প্রকল্পের আওতায় গৃহহীনদের মাঝে গৃহ উপহারের ঘরগুলো শতভাগ স্বচ্ছতা ও টেকসই কাজের মাধ্যমে সম্পন্ন করে বুঝিয়ে দেয়া হয়েছে আরো কিছু ঘরের কাজ চলমান রয়েছে।
প্রতিহিংসার বশঃবর্তী হয়ে তথ্যউপাত্ত বিহীন ইয়েলো জার্নালিজম পরিহার করে বাস্তব সম্মত লিখনীর মাধ্যমে সঠিক তথ্য তুলে ধরার আহবান জানান।
পরে তিনি চলমান লকডাউনে সাংবাদিকদের উপহার হিসেবে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী তুলে দেন।
+ There are no comments
Add yours