ড. খোন্দকার মেহেদী আকরাম:
এক নজরে ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ভ্যাকসিনের কার্যকারিতা:
বাংলাদেশে এখন সংক্রমণের ৮০ শতাংশই হচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট দিয়ে। গত তিন দিনে কোভিডে আক্রান্ত হয়েছে ৩০ হাজারের উপরে এবং গত ৭ দিনে প্রতিদিন মারা যাচ্ছে গড়ে ১৫০ জনের উপরে। আর আজ মৃত্যু ২০০ কে ছাড়াল।
দেশে গণটিকা কার্যক্রম শুরু হয়েছে আবার। এখন প্রশ্ন হচ্ছে এই টিকা ডেল্টা ভ্যারিয়েন্টের বিপরীতে কতটুকু কার্যকর?
(১) অক্সফোর্ড ভ্যাকসিনের এক ডোজ সিম্পটম্যাটিক কোভিডের বিরুদ্ধে কার্যকরি ৩৩ শতাংশ এবং দুই ডোজে ৬০ শতাংশ।
(২) ফাইজার ভ্যাকসিনের এক ডোজ সিম্পটম্যাটিক কোভিডের বিরুদ্ধে কার্যকরি ৩৩ শতাংশ এবং দুই ডোজে ৮১ শতাংশ।
(৩) অক্সফোর্ড ভ্যাকসিনের এক ডোজ মারাত্মক কোভিড এবং হাসপাতালে ভর্তি থেকে রক্ষা করে ৭১ শতাংশ এবং দুই ডোজে ৯২ শতাংশ।
(৪) ফাইজার ভ্যাকসিনের এক ডোজ মারাত্মক কোভিড এবং হাসপাতালে ভর্তি থেকে রক্ষা করে ৯৪ শতাংশ এবং দুই ডোজে ৯৬ শতাংশ।
(৫) অক্সফোর্ড এবং ফাইজারের ভ্যাকসিনের দুই ডোজ কোভিড থেকে মৃত্যু রোধ করে প্রায় শতভাগ।
এই কার্যকারিতার পরিসংখানটি উঠে এসেছে পাবলিক হেল্থ ইংল্যান্ডের সাম্প্রতিক পোস্ট-ভ্যাকসিনেশন সার্ভাইল্যান্স থেকে। যেহেতু এটা ‘রিয়েল-ওয়ার্ড ডেটা’ তাই বেশ নির্ভরযোগ্য।
(৬) মর্ডানার ভ্যাকসিন যেহেতু ফাইজার ভ্যাকসিনের মতই তাই ডেল্টা ভ্যারিয়েন্টের বিপরীতে এর কার্যকারিতা ফাইজারের মতই হবে।
(৭) তবে সিনোফার্ম ভ্যাকসিন ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কতটুকু কার্যকর তার সুনির্দিষ্ট কোন ফলাফল এখনও প্রকাশিত হয়নি। অবশ্য আশা করা যায় এই ভ্যাকসিনও মৃত্যু হার কমাতে সক্ষম হবে।
লেখক-
ড. খোন্দকার মেহেদী আকরাম,
এমবিবিএস, এমএসসি, পিএইচডি,
সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট,
শেফিল্ড ইউনিভার্সিটি, যুক্তরাজ্য৷
+ There are no comments
Add yours