চট্টগ্রামে মুরগী নিয়ে লঙ্কাকান্ড !

Estimated read time 1 min read
Ad1

আজিজুল হক চৌধুরী >> চট্টগ্রাম :

চট্টগ্রামঃ নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মুরগী ক্রয়-বিক্রয় নিয়ে ক্রেতা বিক্রেতা উভয়ের পাল্টাপাল্টি অভিযোগ একে অপরের বিরুদ্ধে। এতে দিনভর উত্তেজনা বিরাজ করছিল দু’পক্ষের মাঝে।

মুরগীর বিক্রেতা থেকে চাঁদা দাবি ও মারধরের অভিযোগ বহদ্দারহাট কাঁচাবাজার ব্যবসায়ীদের।
অন্যদিকে মুরগী কেনার সময় ওজনে কম দেওয়ার ঘটনার প্রতিবাদ করায় এই ঘটনা বলে অভিযোগ ক্রেতা পক্ষের। এই বিষয়টি পরিণত হয় লঙ্কাকান্ডে !

শুক্রবার (৯ জুলাই) বিকেলে নগরীর চাঁন্দগাও থানাধীন বহদ্দারহাট কাঁচাবাজারে এই ঘটনা ঘটে।

উভয়পক্ষ বিষয়টি মেয়রকে জানাতে গেলে দু’পক্ষের মাঝে দেখা দেয় উত্তেজনা। পরে পুলিশ দু’পক্ষকে স্থান ত্যাগে বাধ্য করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বহদ্দারহাট কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জানে আলম বলেন, বহদ্দারহাট কাঁচাবাজারের ব্যবসায়ীরা সন্ত্রাসের কারণে অতিষ্ঠ, তারা আজ বাজারের সভাপতি ও সেক্রেটারি উভয়ের উপর হামলা করেছে,আজ যে ঘটনা ঘটিয়েছে প্রশাসন যদি সেটার উপযুক্ত বিচার ও শাস্তি নিশ্চিত না করে তাহলে আমরা বাজার বন্ধ রাখব।

হামলার শিকার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি বদিউল আলম বলেন, জাবেদের নেতৃত্বে ১০-২০ জন সন্ত্রাসী অর্তকিত হামলা করে এসময় বহদ্দার হাট পুলিশ বক্সের আইসি গিয়ে আমাদের রক্ষা করে।

মুরগী বিক্রেতা মনার দাবি, তাঁর কাছ থেকে মুরগী কিনে তারা ২ লাখ টাকা চাঁদা দাবি করে, চাঁদা দিব সম্মতি জানিয়ে কোন মতে তাদের হাত থেকে রক্ষা পায়, পরবর্তীতে তারা আমাকে ফোন করে হুমকি ধমকি দিতে থাকে।
ওজনে কম দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি ওজনে কম দিইনি, যদি দিয়ে থাকি প্রশাসন আছেন তারা আমার বিচার করবে।

অপরদিকে এই ঘটনার প্রতিবাদে মুরগী নিয়ে মিছিল করেছেন জাবেদের নেতৃত্বে স্থানীয় লোকজন।

জানতে চাইলে জাবেদ জানান, কিছুদিন আগেও মুরগী নিয়ে ওজনে কম পায়, আজও মুরগী নিছি সেখানেও দেখছি ওজনে কম, আমরা তাদের হাতেনাতে ওজন চুরি ধরি এতে তারা আমাদের কাছে ক্ষমা চেয়ে আর হবে না বলে জানায়, পরবর্তীতে আমার নামে মিথ্যা অভিযোগ আরোপ করে এর সাথে একজন কাউন্সিলরও জড়িত আছে আমাদের কাছে প্রমাণ আছে। আজকে ওজন কম হওয়ার প্রতিবাদ করলে আমাদের মামলা হামলার ভয় দেখায় ব্যবসায়ীরা।

বিষয়টি নিয়ে জানতে চাইলে চাঁন্দগাও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, স্থানীয় লোকজন ও ব্যবসায়ীদের মাঝে একটা ঝামেলা হয়েছে, ঝামেলার কথা শুনে পুলিশ ফোর্স সেখানে গিয়ে দু’পক্ষকে শান্ত করে, উভয়ের অভিযোগ আমরা পেয়েছি, তদন্ত সাপেক্ষে বিষয়টি আমরা মীমাংসা করে দিব।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours