আমির হোসেন >> ঝালকাঠি:
ঝালকাঠিঃ ঝালকাঠির নলছিটিতে এক ঔষধ কেম্পানির প্রতিনিধির বিরুদ্ধে ফার্মাসিস্টকে মার ধরের অভিযোগ পাওয়া গেছ। সূত্র জানায় গত সোমবার বিকাল পাঁচ টায়, রাবেয়া নামে এক রোগী দেখে ডাঃ সৌরভ বিশ্বাস প্রেসক্রিপশন করেন।
ডাঃ সৌরভ বিশ্বাস চেম্বার থেকে চলে যাওয়ার পরে টিম ফার্মার প্রতিনিধি মোঃ মহসিন, মের্সাস নলছিটি মেডিকেল হলে চলে আসে এবং রোগীর হাত থেকে প্রেসক্রিপশন নিয়ে তার কোম্পানির এন্টিবায়োটিক ঔষধটি দিতে বলে।
মের্সাস নলছিটি মেডিকেল হল এর মালিক আব্দুস ছালাম মহসিন কে বলেন ডাঃ প্রেসক্রিপশনে যে ঔষধ লিখেছেন তা পরিবর্তন করা যাবেনা।
মো. মহসিন তার কথা না শুনে দোকানের ভিতরে ঢুকে তার কোম্পানির ঔষধ তাক থেকে নামিয়ে নিয়ে রাবেয়া নামের রোগীর হাতে তুলে দেয় আর বলে আমার কোম্পানির ঔষধের মান ভালো এই ঔষধ না খেলে কিডনী জ্বলে যাবে এবং ডাঃ সৌরভের লেখা ঔষধ প্রেসক্রিপশন থেকে কেটে নিজ হাতে তার কোম্পানীর ঔষধ এর নাম লিখে দেয় মো. মহসিন ।
নলছিটি মেডিকেল হলের মালিক আঃ ছালাম বাঁধা প্রদান করলে মো. মহাসিন ক্ষিপ্ত হয়ে নলছিটি মেডিকেল হলের মালিক ছালাম কে গলা চেপে ধরে কিল- গুসি মারতে থাকে, ছালামের ডাক -চিৎকারে পার্শ্বের ফার্মেসীর লোকজন চলে এসে মহাসিনের হাত থেকে ছালামকে উদ্ধার করে বলে ছালামের অভিযোগ।
এই ঘটনার সুষ্ঠ বিচারের দাবি জানিয়ে নলছিটি ঔষধ ব্যবসায়ী সমিতি বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন আঃ ছালাম।
এই ঘটনার বিষয় মো.মাহসিনের এর কাছে জানতে চাইলে তিনি তা অস্বীকার করে বলেন নলছিটি মেডিকেল হলের মালিক আঃ ছালামের সাথে আমার কোন বিরোধ নাই, তার সাথে আমার ব্যবসায়িক লেনদেন যা ছিল তা তিনি পরিশোধ করে দিয়েছেন।
+ There are no comments
Add yours