মোঃ সারোয়ার >> কর্ণফুলী
পবিত্র ঈদুল আযহার সপ্তাহ দুয়েক আগের সময়গুলোতে কর্ণফুলীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা গরুর খামার গুলোতে ক্রেতাদের পদচারণায় মুখরিত থাকলেও এবার অনেকটা ভিন্নতা লক্ষ করা গেছে।
অনেকটা ক্রেতাশুন্য খামার গুলোতে সুনসান নীরবতা বিরাজমান। আসন্ন কোরবানির ঈদকে ঘিরে খামারিরা কিন্তু পশুদের মোটাতাজাকরনের সবটুকু কাজ সম্পন্ন করলেও আশানুরূপ ক্রেতার আগমন না ঘটায় অনেকটা হতাশ তারা।মাঝেমাঝে কিছু কিছু ক্রেতার আগমন ঘটলেও দরদামের তারতম্যের কারণে বেচাকেনা তেমনটা হচ্ছে না।
বিষয়টা নিয়ে খামারিদের সাথে কথা হলে তারা বলেন, করোনা আর লকডাউনের কারণে কাস্টমরা আসছেননা।অনেকে আবার প্রছন্দ করে নেওয়ার জন্য বাজারমুখী হচ্ছেন।
এদিকে ছোট সাইজের কোরবানির পশু গুলোর কিছুটা চাহিদা থাকলেও বড় সাইজের গুলো নিয়ে অনেকটা বিপাকে খামারীরা।
+ There are no comments
Add yours