ঝালকাঠিতে ২ নারীসহ ১৬ ইউপি চেয়ারম্যানের শপথ

Estimated read time 1 min read
Ad1

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধি:::

ঝালকাঠিতে ২ নারীসহ ১৬ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ জুলাই) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের একটি হলরুমে সামাজিক দূরত্ব বজায় রেখে তাঁরা আনুষ্ঠানিকভাবে শপথ নেন। শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. জোহর আলী।

এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. কামাল হোসেন, নলছিটি উপজেলা চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, ইউএনও রুম্পা সিকদার, রাজাপুর ইউএনও মোক্তার হোসেন, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক অ্যাডভোকেট এমআলম খান কামাল, সদর উপজেলা ভাইসচেয়ারম্যান ইসরাত জাহান সোনালীসহ জেলা প্রশাসক কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শপথ নেয়া ইউপি চেয়ারম্যানরা হলেন- নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নে মো. শাহজাহান হাওলাদর, ভৈরবপাশা ইউনিয়নে এ কে এম আবদুল হক, দপদপিয়া ইউনিয়নে সোহরাব হোসেন বাবুল মৃধা, সুবিদপুর ইউনিয়নে মো. আ. গফফার খান, কুশঙ্গল ইউনিয়নে মো. আলমগীর হোসেন, সিদ্ধকাঠি ইউনিয়নে কাজী জেসমিন আক্তার, মগড় ইউনিয়নে এনামুল হক শাহীন, মোল্লারহাট ইউনিয়নে এ কে এম মাহাবুবুর রহমান সেন্টু, কুলকাঠি ইউনিয়নে এইচ এম আখতারুজ্জামান বাচ্চু, নাচনমহল ইউনিয়নে সিরাজুল ইসলাম সেলিম।

রাজাপুর উপজেলার সদর ইউনিয়নে মো. নজরুল ইসলাম তালুকদার স্বপন, সাতুরিয়ায় সৈয়দ মইনুল হায়দার নিপু, বড়ইয়ায় মো. সাহাব উদ্দিন হাওলাদার, মঠবাড়িতে মো. শাহজালাল হাওলাদার, শুক্তাগড়ে বিউটি সিকদার ও গালুয়ায় গোলাম কিবরিয়া পারভেজ।

ঝালকাঠি জেলার ৪উপজেলার ৩১ইউনিয়নে গত ২১ জুন নির্বাচন অনুষ্ঠিত হয়। ইতিমধ্যে কাঠালিয়া, রাজাপুর ও নলছিটি তিনটি উপজেলার ২২ টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours