নূরুল আবছার নূরী>> ফটিকছড়ি প্রতিনিধি:::
চট্টগ্রাম নগরীতে ভাড়া বাসায় বিভিন্ন বয়সী তরুণীদের আটকে রেখে জোরপূর্বক পতিতাবৃত্তির অভিযোগে শাহনাজ বেগম (৩০) নামে ফটিকছড়ির এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ওই বাসা থেকে আটকে রাখা তিন তরুণীকেও উদ্ধার করা হয়।
রবিবার (১১ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে জরুরি সেবা ৯৯৯—এ ফোন পেয়ে নগরীর পাহাড়তলী থানার বাঁচা মিয়া রোডের একটি বাড়ির ৪র্থ তলার বাসা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
আটক শাহনাজ বেগম ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার হেঁয়াকো বাজারের বাসিন্দা।তার স্বামী জাহাঙ্গীর আলমের বাড়ি চাঁদপুর জেলায়। তারা দুইজনে মিলে দীর্ঘদিন ধরে এই ব্যবসা করছিল বলে জানায় পুলিশ।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম বলেন, আটক শাহনাজ বেগম ও তার স্বামী জাহাঙ্গীর আলম ৩ মাস আগে এই বাসা ভাড়া নিয়ে উঠতি নারীদের এনে জোরপূর্বক পতিতাবৃত্তি করাতো। গতকাল সেই বাসায় চিৎকার শুনে ৯৯৯ এ ফোন দেয় পার্শ্ববর্তী একলোক।
পরে আমরা গিয়ে তিন মেয়েকে উদ্ধার করি এবং শাহনাজ বেগমকে গ্রেপ্তার করি। তবে স্বামী জাহাঙ্গীর পালিয়ে যায়।আটক শাহনাজকে মানব পাচার আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারা গারে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, আটক শাহনাজ বেগম জিজ্ঞাসাদে জানিয়েছে তার স্বামী দেশের বিভিন্ন স্থান হতে চাকুরীর প্রলোভন দেখিয়ে সু-কৌশলে বিভিন্ন বয়সী নারীদের বাসায় নিয়ে আসে। পরে দুইজনে মিলে তাদেরকে জোরপূর্বক ভয়ভীতি দেখিয়ে পতিতাবৃত্তিতে বাধ্য করে।
এজন্য তারা কিছুদিন পরপর বাসা পরিবর্তন করে বিল্ডিং এর মালিক অথবা বিল্ডিং এর কেয়ারটেকারের সাথে সখ্যতা করে এই ব্যবসা পরিচালনা করে আসতেছে।
+ There are no comments
Add yours