বিনামূল্যে করোনা টিকার নিবন্ধন করবে বোয়ালখালী প্রেসক্লাব

Estimated read time 1 min read
Ad1

আজিজুল হক চৌধুরী:::

দেশজুড়ে চলছে করোনার তান্ডব, চট্টগ্রামের বোয়ালখালীও দিনদিন পরিণত হচ্ছে করোনার হটস্পট হিসেবে। করোনার থাবা থেকে দেশের জনগণকে রক্ষা করতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

১৩ জুলাই (মঙ্গলবার) চট্টগ্রামে শুরু হয়েছে গণ টিকাদান কার্যক্রম। ধীরে ধীরে সকলকে টিকাদান কার্যক্রমে সম্পৃক্ত করা হবে। তবে টিকাদানের পূর্বে অনলাইন নিবন্ধন পদ্ধতি গরিব, অসচ্ছল ও সাধারণ মানুষের কাছে অনেকটা বোধগম্য নয়। এই কাজটাকে সকলের কাছে সহজ করতে এবং বোয়ালখালীর সাধারণ জনগণকে সহজে টিকা পেতে সহায়তা করার জন্য বোয়ালখালী প্রেসক্লাবের উদ্যোগে টিকাদান নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

আজ ১৪ জুলাই (বুধবার) বোয়ালখালী প্রেসক্লাবের উদ্যোগে বিনামূল্যে করোনা টিকা নিবন্ধন কর্মসূচির উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিল্লুর রহমান।

চট্টগ্রাম-৮ আসনের সাংসদ আলহাজ মোছলেম উদ্দিন আহমদের নির্দেশনায় প্রেসক্লাব চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মো. সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ আবদুল করিম, প্রেস ক্লাবের সিনিয়র সদস্য মনজুর মোরশেদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি লোকমান চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি এডভোকেট সেলিম চৌধুরী, সাবেক সভাপতি অধীর বড়ুয়া, প্যানেল মেয়র জোবাইদা বেগম, বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের রিপোর্টার হিমাদ্রী রাহা, প্রমুখ।

প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোহাম্মদ নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক এমরান চৌধুরী, সাধারণ সম্পাদক মো. ফারুক ইসলাম, যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী মিন্টু, অর্থ সম্পাদক প্রভাস চক্রবর্ত্তী, প্রচার সম্পাদক এস, এম নাঈম উদ্দীন।

উল্লেখ্য যে, করোনা টিকার নিবন্ধন কার্যক্রম প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ১টা এবং বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত চলবে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours