মো. মুবিনুল হক মুবিন, নাইক্ষ্যছড়ি::
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে আইপিসি’র সুরক্ষা সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ রেড় ক্রিসেন্ট সোসাইটি’ র বান্দরবান ইউনিট।
করোনা মহামারীর দূঃসময়ে রেডক্রিসেন্ট সোসাইটি এ সব পণ্যসামগ্রী বিতরণ করেন।
এ দিকে নাইক্ষ্যংছড়ি যুব রেড় ক্রিসেন্ট ইউনিট করোনা দূর্যোগে লোকজনকে সচেতন করতে নিয়মিত মাইকিং করে আসছে আর মাস্ক বিতরণ করে আসছে বলে জানান যুব ইউনিটের প্রধান মুমিনুল আলম মুমু।
এরই ধারাবাহিকতায় বুধবার (১৪ জুলাই) দুপুর ২ টায় বাংলাদেশ রেড় ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিট কর্তৃক নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে আইপিসি’র সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় হাসপাতালের পক্ষে এসব ঔষধ সামগ্রী ও সুরক্ষা সামগ্রী গ্রহন করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা:আবু জাফর মো. ছলিম।
আর বান্দরবান রেড় ক্রিসেন্ট ইউনিটের পক্ষে উপস্থিত ছিলেন ফিল্ড অফিসার এস এম সোহেল। নাইক্ষ্যংছড়ি উপজেলা যুব রেড় ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান মুমিনুল আলম মুমু,উপ -দলনেতা ফয়সাল মুরশেদ, সিনিয়র আরসিওয়াই সাজিদুল ইসলাম,ও মোহাম্মুল হক চৌধুরী ডালিম।
+ There are no comments
Add yours