কোরবানির পশুর হার্ট জমে উঠেছে

Estimated read time 1 min read
Ad1

নিজস্ব প্রতিবেদন :::

বান্দরবানের লামায় জমে উঠেছে কোরবানি পশুর হার্ট শনিবার (১৭ জুলাই) সাপ্তাহিক বাজার হওয়ায় লামা পৌর বাস টার্মিনালে বসেছে বিশাল গরু,ছাগলের বাজার।

আর মাত্র তিন’দিন পরই পবিত্র (ঈদ-উল আযাহা)যারা কোরবানি করবেন সকলেই ব্যাস্ত,ছুটছে পশুর হাটে। লামা উপজেলার বিভিন্ন বিভিন্ন ইউনিয়ন হতেপাহাড়ি ও নদী পথে মোটা তাজা গরু নিয়ে আসছে বিক্রয়ের জন্য। প্রচুর গরু ছাগলের সমাগম হলেও বেচা বিক্রি হচ্ছে কম।

সরেজমিনে ঘুরে দেখা যায়,পশুর হার্টে নিরাপত্তার জন্য রয়েছে এসআই আবু হানিফের নের্তত্বে লামা থানা পুলিশের টহল টিম। জাল নোর্ট নির্নয়ে রয়েছে সোনালি ব্যাংক,ইসলামি ব্যাংক,কৃষি ব্যাংক,জনতা ব্যাংক লামা শাখার বিশেষ টিম।

সোনালি ব্যাংক লামা শাখার সিনিয়র অফিসার পাইন চাছিং মার্মা জানান, জাল নোর্ট নির্নয়ে আমাদের যৌথ টিম কাজ করছে।স্বাহ্যবিধি মানতে লামা পৌরসভার পক্ষে ক্রেতা-বিক্রেতাদের মাঝে মাক্স বিতরন করেন পৌর মেয়র জহিরুল ইসলাম।

ইজারদার মোঃ ফরিদ জানান, অন্য বছরের তুলনায় এবার গরুর দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে তবে বেঁচা-বিক্রি কম বলে উল্লেখ করে বলেন তবে আগামি শনিবার ও মঙ্গলবার হয়তোবা কিছুটা দাম পাড়তে পারে।

এদিকে কোরবানি পশুর হার্টে নিরাপত্তা জোরদার করতে বাজার পরিদর্শন করেন লামা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রেজাওয়ানুল ইসলাম ও লামা থানার অফিসার ইনচার্জ(ওসি)মিজানুর রহমান মিজান ।

সিনিয়র সহকারী পুলিশ সুপার রেজাওয়ানুল ইসলাম বলেন,জাল নোট,পকেটমার সহ সকল ধরনের নিরাপত্তা জোরদার করতে আমরা কাজ করছি যেকোন সমস্যায় পুলিশকে অবহিত করতে পরামর্শ দেন তিনি।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours